জাকাতের অর্থ কোথায় যায়?
বাংলাদেশে যারা জাকাত দেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছে ডয়চে ভেলে৷ তাদের বক্তব্যে জাকাত দেয়া নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন মডেল৷ চলুন জেনে নেই৷
‘পরিচিতদেরকে জাকাত দেই’
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির নাজিয়া ওহাব বলেন, ‘‘আমার জাকাতের যে অর্থ আসে তা সাধারণত আমি আমার পরিচিতদেরকে প্রদান করি, যারা একটু অসহায়, দুঃস্থ, গরিব, নিম্ন আয়ের, তাদেরকে দেয়ার চেষ্টা করি৷ একটা নির্দিষ্ট উদ্দেশ্যে আমি তাদেরকে প্রদান করি, যেমন, কেউ পড়াশোনা করতে আগ্রহী, কিন্তু পড়াশোনা করা অর্থ নেই, সে ক্ষেত্রে আমি তাদেরকে সে অর্থ প্রদান করি৷ পাশাপাশি আমি এ বছর এতিমখানায় প্রদান করছি৷’’
‘সারা বছর ধরে জাকাত দেই’
অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সৌমিক আহমেদ বলেন, ‘‘আমি সাধারণত ঈদের আগে আমার জাকাতের অর্থ হিসাব করি এবং সারা বছর ধরে জাকাত বন্টন করার চেষ্টা করি, যাতে জাকাত পরিশোধ করা সহজ হয়৷ আমি জাকাত প্রদান করার সময় যারা আমার কাছের মানুষ, তাদেরকে প্রাধান্য দেই যাতে ভবিষ্যতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে৷ তারপর কিছু অর্থ আশেপাশের দরিদ্র মানুষদের জন্য রাখি৷’’
‘শিক্ষার জন্য জাকাত দেই’
এনসিসি ব্যাংক পিএলসির ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা বলেন, ‘‘আমি আমার পরিচিতদের মধ্যে যারা নিম্ন আয়ের এবং অসহায়, তাদের সহায়তা করার চেষ্টা করি৷ বিশেষ করে, যদি কেউ পড়াশোনায় আগ্রহী হয় কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তা চালিয়ে যেতে না পারে, আমি তার শিক্ষার জন্য অর্থ প্রদান করি৷ একইভাবে, যদি কারো চিকিৎসার প্রয়োজন হয়, আমি তার চিকিৎসার খরচ বহন করি৷’’
‘জাকাত দেয়াটা লোক দেখানোর মতো হচ্ছে’
বাংলা ক্যাটের ইলেকট্রিক পাওয়ার সিস্টেমস ডিভিশনের সিনিয়র ম্যানেজার কাজী আশেকুর রশিদ বলেন, ‘‘ইসলাম এর পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত একটি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ৷ তবে বর্তমানে জাকাত দাওয়াটা অনেকটা লোক দেখানোর মতো হচ্ছে, যেটা আমার একদমই পছন্দ না৷ মহান আল্লাহ বলেছেন দান তোমার ডানহাত দিয়ে দিলে বামহাত জানতে পারবে না৷ আমি ৪-৫ জনের মধ্যে আমার জাকাত ভাগ করে দেই৷’’
‘আমি জাকাত প্রদান করতে বাধ্য’
ব্যবসায়ী ফাহাদ বিন সাখাওয়াত বলেন, ‘‘আমি মুসলমান হিসেবে জাকাত প্রদান করতে বাধ্য, ইসলামে সম্পদ পবিত্র করতে জাকাত প্রদান করা হয়৷ আমি সারা বছরই জাকাত প্রদান করি জাকাত প্রদানের ক্ষেত্রে নগদ অর্থ, খাদ্য সামগ্রীর পাশাপাশি জরুরি জিনিস যা মানুষের একান্ত প্রয়োজন কিন্তু তিনি কিনতে পারছেন না, তা আমি কিনে পাঠিয়ে দেই৷’’
‘নিজ হাতে জাকাত দেয়ার চেষ্টা করি’
উদ্যোক্তা রুবাইয়া সুলতানা বলেন, ‘‘আমি সাধারনত নিজ হাতে নিজের জাকাত দেওয়ার চেষ্টা করি৷ এক্ষেত্রে আমার আশেপাশে আত্মীয় স্বজন, প্রতিবেশি অথবা বন্ধু-বান্ধবের মধ্যে এমন কাউকে নির্বাচন করি যাদের অর্থের প্রয়োজন থাকলেও মুখ ফুটে চাইতে পারে না৷ জাকাতের মূল উদ্দেশ্য যেহেতু এমনভাবে অর্থদান করা যেন কেউ তার দ্বারা সাবলম্বী হতে পারে, তাই সেদিকটাও সবসময় নজরে রাখা হয়৷’’
‘সবাই যাতে আনন্দের সাথে ঈদ করতে পারে’
চাকুরিজীবী সাইফুর রহমান বলেন, ‘‘ইসলামের পাঁচটি ফরজ কাজের মধ্যে জাকাত হলো একটি কাজ৷ কাজেই একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই জাকাত প্রদান করি এবং সেটি ব্যক্তিগত পর্যায়ে আমার দরিদ্র আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এবং পরিচিত জনদের মধ্যেই প্রদান করি যেন তারাও আমাদের সাথে আনন্দের সহিত ঈদ উদযাপন করতে পারে৷’’
‘গহনা করে দেই, বিয়েতে সাহায্য করি’
ঢাকা ইউনিভার্সিটির প্রফেশনাল মাস্টার্স ইন সাইকোলজির শিক্ষার্থী সুরাইয়া কাওসারী বলেন, ‘‘জাকাত আমি সাধারণত পরিচিতদের মাঝেই দেই৷ কখনো আমার গৃহপরিচারিকাদের হয়ত গহনা করে দিলাম, যেটা তাদের বিয়েতে সাহায্য করে৷ কিছু পরিচিত দুঃস্থদের চিকিৎসা খরচ বহন করে থাকি সারা বছর এই খাত থেকেই৷ এক ধরনের দায়িত্ববোধ থেকেই এদের দাওয়া হয়৷’’
‘চেষ্টা করি দান যেন সঠিকভাবে পৌঁছায়’
নারী উদ্যোক্তা নাহিদ ইসলাম বৃষ্টি বলেন, ‘‘আমি প্রতি বছর আমার জাকাতটি কয়েকটি ভাগে ভাগ করে দিয়ে থাকি৷ এই ভাগগুলোর মধ্যে আমি আমার অভাবী ও দরিদ্র আত্মীয়দের সহায়তা করি, আমার অধিনস্তদের সাহায্য প্রদান করি, এবং সেইসব মানুষের জন্য যাদের জন্য জাকাতের অর্থ সত্যিই উপকারে আসবে৷ আমি সবসময় চেষ্টা করি যেন আমার দান সঠিকভাবে পৌঁছায় এবং তা গ্রহণকারীর জীবনে বাস্তব পরিবর্তন আনে৷’’