নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৫ আগস্ট ২০২৩বিজ্ঞাপন
বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২০ হাজার৷ সাবেক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০ হাজার৷ বাংলা ও ইংরেজি মিডিয়াম মিলিয়ে - পূর্ণাঙ্গ ও অধিকাংশত আবাসিক স্কুলব্যবস্থার মাধ্যমে - বুনিয়াদী শিক্ষার জনমানচিত্রে ব্যাপক উন্নতি আনা ছাড়াও, ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষার কোচিং-এ প্রভূত বিশিষ্টতা অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি৷ আজও আল-আমীন মিশনে জাকাতের অনুদানকে ভর্তুকি হিসেবে ব্যবহার করে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয় এক বিপুল সংখ্যক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর৷ আল-আমীন মিশনে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই আজ কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি আমলা, বা অন্যান্য ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত৷ তাদের অনেকেই আজ তাদের এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করছেন নিজেরা নিয়মিত জাকাত দিয়ে৷