ছয় বন্দিকে মুক্তি দেবে হামাস, উত্তর গাজায় যাবেন ফিলিস্তিনিরা
২৭ জানুয়ারি ২০২৫ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস এই সপ্তাহে আরো বন্দিকে মুক্তি দেবে।
যে ছয়জন বন্দিকে মুক্তি দেয়ার কথা, তার মধ্যে তিনজন আগামী বৃহস্পতিবার মুক্তি পাবেন। এই তিনজন হলেন, বেসামরিক মানুষ অ্যারবেল ইয়েহুদ, সেনা অ্যাগাম বার্গার এবং আরো একজন বন্দি। এরমধ্যে ইয়েহুদ ইসরায়েলের পাশাপাশি জার্মানিরও নাগরিক।
নেতানিয়াহুর অফিস জানিয়েছেন, বাকি তিনজন বন্দি আগামী শনিবার মুক্তি পাবেন।
এই ছয়জন বন্দিকে মুক্তির বিনিময়ে ইসরায়েল সোমবার থেকে ফিলিস্তিনিদের উত্তর গাজায় যেতে দেবে। তার অর্থ মধ্য ও দক্ষিণ গাজায় আশ্রয় নেয়া ছয় লাখ ৫০ হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরতে পারবেন। ইসরায়েল-হামাসের লড়াইয়ের ফলে উত্তর গাজার অনেকটা অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ছে, জানালো হোয়াইট হাউস
মার্কিন কর্মকর্তারা বলেছেন, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চালু থাকবে।
সংক্ষিপ্ত বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চালু থাকবে।
এরপর লেবানন জানায়, তারা এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা চুক্তির শর্ত মেনে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করছে না। কারণ, লেবানন, চুক্তির শর্ত পুরোপুরি রূপায়ণ করেনি।
রোববার উত্তেজনা বাড়তে থাকে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গ্রামবাসীরা তাদের বাড়িতে ফিরছিলেন, তখন ইসরায়েলের সেনা গুলি চালায় এবং ২২ জনের মৃত্যু হয়।
গত নভেম্বরে ইসরায়েল এবং ইরান সমর্থিত হেজবোল্লা ৮০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়। সেই যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হয়।
হেজবোল্লাকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি-সহ একাধিক সুন্নি আরব দেশও।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)