ছাত্রলীগের সভাপতি হতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পদ ত্যাগ!
৬ জুলাই ২০১১হরতাল
আজ থেকে শুরু হলো ৪৮ ঘন্টার হরতাল৷ মাঝখানে শুক্র-শনি৷ তারপর আবার দুই দিনের হরতাল৷ সব মিলিয়ে টানা ছয়দিনের কর্মবিরতি শুরু হচ্ছে৷ সমকাল বলছে এতে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ৷ কারণ হরতালের কারণে দ্রব্যমূল্য বাড়ছে৷ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে৷ বেকার হচ্ছে দিনমজুর আর রিকশাচালক৷ পোড়ানো হচ্ছে সাধারণ মানুষের গাড়ি৷ এছাড়া হরতালের জন্য গতকাল ঢাকায় যে ভয়াবহ যানজট হয়েছে তাতেও দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ৷ এমনটাই বলছে পত্রিকাটি৷ এছাড়া ডেইলি স্টারে একটি ছবি ছাপা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কাকরাইলে গাড়ির জন্য অপেক্ষা করছে অনেক মানুষ৷ কিন্তু কোনো গাড়ি নেই৷ এর কারণ হিসেবে পত্রিকাটি ঐ ছবিতেই ছোট্ট করে একটি জ্বলন্ত গাড়ির ছবি দিয়ে বলেছে এই কারণেই অনেক মালিক রাস্তায় গাড়ি বের করেন নি৷
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর
তিনদিনের সফরে তিনি কী কী করবেন সে সম্পর্কে বিস্তারিত খবর রয়েছে সব পত্রিকায়৷ ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের বিস্তারিত কার্যসূচী ঠিক করতেই পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বলে জানা গেছে৷ তবে তাঁর সফরে কিছু চুক্তি সই হতে পারে বলেও জানিয়েছে কয়েকটি পত্রিকা৷ এদিকে কালের কন্ঠ বলছে মনমোহনের সঙ্গে বাংলাদেশ সফরে যেতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গতকাল মমতার সঙ্গে দেখা করে এই আমন্ত্রণ জানান৷
ছাত্রলীগ নেতা হতে চান!
ছাত্রলীগের সভাপতি হওয়ার ইচ্ছা থেকে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষকের পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন অমিত কুমার চক্রবর্তী৷ ছাত্রলীগের বর্তমান কমিটিতে তিনি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন৷ এছাড়া তিনি সংগঠনের বুয়েট শাখার সাধারণ সম্পাদক৷
গ্রন্থনা: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম