চলে গেলেন মোদীর মা হীরাবেন
৩০ ডিসেম্বর ২০২২গত মঙ্গলবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। শুক্রবার সকালে টুইট করে মোদী জানিয়েছেন, তার মাতৃবিয়োগ হয়েছে। তিনি আমেদাবাদ যাচ্ছেন। টুইটে মোদী লিখেছেন, 'সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গেছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক সাধুর যাত্রা, এক কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা।'
মোদী জানিয়েছেন, মায়ের সঙ্গে শততম জন্মদিনে দেখা করেছিলেন তিনি। মা তাকে বলেছিলেন, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর জীবনযাপন করতে হবে শুদ্ধভাবে।
শুক্রবার একাধিক প্রকল্প উদ্বোধনে কলকাতা যাওয়ার কথা ছিল মোদীর। কিন্তু শুক্রবার সকালে মায়ের মৃত্যুর কথা জানিয়ে তিনি নিজেই লিখেছেন, আমেদাবাদ যাচ্ছেন। ফলে কলকাতায় বন্দে ভারত ট্রেন এবং জোকা মেট্রোর উদ্বোধনে তিনি না-ও আসতে পারেন। প্রয়োজনে ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন বলেও সূত্র জানিয়েছে।
গত মঙ্গলবার বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন। ওই দিনই হাসপাতালে গিয়ে মাকে দেখে এসেছিলেন মোদী। শুক্রবার সকালে তার মৃত্যু হলো।
এসজি/জিএইচ (পিটিআই)