চন্দ্রবাবুর রোড শোতে নালায় পড়ে মৃত আট
২৯ ডিসেম্বর ২০২২অন্ধ্রপ্রদেশে রাজ্য সরকারের বিরুদ্ধে বিশেষ প্রচারাভিযানে নেমেছেন চন্দ্রবাবু নাইডু। বুধবার তার রোড শো ছিল নেল্লোরের কান্দুকুর শহরে। প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন সেখানে। চন্দ্রবাবুর গাড়ি আসার পরই নেতাকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়। সেই সময় একটি সিমেন্টের রেলিং ভেঙে যায় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
রেলিং ভাঙার পর প্রচুর মানুষ নিচে নিকাশি খালে পড়ে যান। এক নারী সহ আটজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত।
এরপরই চন্দ্রবাবু রোড শো ও জনসভা বাতিল করেন। তিনি ঘোষণা করেছেন, মৃতের আত্মীয়দের তার দলের তরফে ১০ লাখ টাকা করে দেয়া হবে। একজন বাচ্চার শিক্ষার খরচও তার দল বহন করবে। আহতদের আরো ভালো জায়গায় রেখে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
২০২৪ সালে অন্ধ্রে বিধানসভা নির্বাচন। সেজন্য চন্দ্রবাবু নাইডুও প্রচারাভিযান শুরু করে দিয়েছেন। গত নির্বাচনে তিনি জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের কাছে হেরেছিলেন। কিন্তু এবার আবার তার দিকে জনসমর্থন দেখা যাচ্ছে। তার প্রতিটি জনসভায় প্রচুর ভিড় হচ্ছে। তার দলের বার্ষিক সম্মেলন মহানাড়ুও বিপুল সাড়া জাগিয়েছিল।
এই অবস্থায় প্রচারে এই ঘটনা ঘটে যাওয়ায় চন্দ্রবাবু আন্তরিকভাবে শোকপ্রকাশ করেছেন।
জিএইচ/এসজি (পিটিআই)