চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু
৮ জানুয়ারি ২০১২খালেদা জিয়ার নেতৃত্বে রোডমার্চ ফেনী পৌঁছার আগেই সেখানে জনসভার মাঠে বসাকে কেন্দ্র করে দুপুরে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ ঘণ্টাব্যাপী সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ শতাধিক আহত হয়েছে৷ পরে অবশ্য সন্ধ্যায় খালেদা জিয়া ফেনীর জনসভায় ভাষণ দেন৷ ফেনীর স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা জানান, ভুল বোঝাবুঝির কারণে এরকম ঘটনা ঘটেছে৷ তবে তারা একে বড় করে দেখছেন না৷ কিন্তু এর মধ্যেও সরকারের ষড়যন্ত্র আছে বলে দাবি তাদের৷
এদিকে কুমিল্লার পথ সভায় বেগম জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবেনা৷ তিনি দাবি করেন বর্তমান সরকার দেশকে দেউলিয়া করেছে৷
সকালে ঢাকা থেকে রোডমার্চ শুরুর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চট্টগ্রামের এই রোডমার্চের মাধ্যমে আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা হবে৷ রোড মার্চ কাল চট্টগ্রামে গিয়ে শেষ হবে৷ রোড মার্চ শেষে কাল খালেদা জিয়া চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে এক সমাবশে বক্তব্য রাখবেন৷ চট্ট্রগ্রামে বিএনপি নেতা অমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মোরশেদ খান জানান এজন্য তারা সব প্রস্তুতি নিয়েছেন৷
চট্টগ্রামের এই রোডমার্চের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবীতে বিএনপির রোডমার্চ কর্মসূচী শেষ হবে৷ এর আগে বিএনপি ঢাকা থেকে সব বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় রোডমার্চ কর্মসুচী পালন করে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম