ঘাটালে যেভাবে লড়ছেন দুই তারকা দেব ও হিরণ
লোকসভায় চিত্তাকর্ষক লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গের ঘাটালে। এখানে লড়ছেন দুই তারকা দেব ও হিরণ।
নায়কোচিত ভঙ্গিতে
প্রচারে নেমে নায়কোচিত ভঙ্গিতে দেব। বাঁ হাত সামনে বাড়িয়ে দিয়ে জয়ের চিহ্ন দেখালেন। তার সমর্থকরা উল্লাসে ফেটে পড়লেন। মাঝখানে গানের তালে নেচেও নিয়েছেন তিনি। এত কাছ থেকে ঘরের ছেলে ও অত্যন্ত জনপ্রিয় নায়ককে দেখে মানুষ খুশি।
প্রথমে লড়তে চাননি
পরপর দুইবার এই কেন্দ্র থেকে লড়েছেন দেব এবং জিতেছেন। তিনি ঘাটালেরই ছেলে। কিন্তু এবার তিনি প্রথমে লড়তে চাননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের চাপে পড়ে মতবদল করেন এবং প্রার্থী হতে রাজি হন।
ফ্লাইং কিসের ঘনঘটা
প্রচারে বেরিয়ে অকাতরে 'ফ্লাইং কিস' বিলোলেন দেব। বর্তমান প্রজন্মের কাছে জয়প্রিয় এই নায়ক জানেন, মানুষ তার কাছ থেকে কী প্রত্যাশা করে। সেটাই তিনি করে গেলেন প্রচার-জুড়ে।
দুই তারকার লড়াই
দেব ও হিরণ দুজনেই টলিউডের তারকা। এই দুই নায়কের লড়াইয়ের দিকে তাই নজর রয়েছে তাদের ভক্তকুল এবং পশ্চিমবঙ্গবাসীর। রুপোলি পর্দার দুই নায়ক রাজনীতির ময়দানে কেউ কাউকে জমি ছাড়ছেন না। সারাদিন ধরে প্রচার করছেন। গ্রামেগঞ্জে ঘুরছেন। হিরণ ২০২১ সালে খড়্গপুর থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন।
সঙ্গে অভিষেক
দেবের সঙ্গে প্রচারে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবের হাত ধরে উপরে তুললেন অভিষেক। আর ঘাটালবাসীর জন্য তার প্রতিশ্রুতি, এবার ঘাটাল মাস্টারপ্ল্যান চালু হবেই। প্রতিবছর বন্যায় ঘাটাল ভেসে যায়। সেই বন্যা যাতে না হয় তার জন্য ৪১ বছর আগে ঘাটাল মাস্টারপ্ল্যান করা হয়। আজও তা রূপায়িত হয়নি। অভিষেকের প্রতিশ্রুতি, এবার হবে।
সমালোচনায় রাস্তায় হাঁটছেন না দেব
হিরণ তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন। ভরপুর সমালোচনা করছেন। কিন্তু দেব জানিয়েছেন, তিনি সেই পথে হাঁটবেন না। তিনি মানুষের মন পেতে চান। তিনি অহেতুক সমালোচনা করতে রাজি নন। হিরণের করা কাটমানির অভিযোগ নিয়ে দেবের বক্তব্য, ''সব মিথ্যা। সেরকম হলে আমি কি জেলের বাইরে থাকতাম?''
ফুল ছড়ানো পথে
দেবের প্রচারে উড়িয়ে দেয়া হচ্ছে ফুলের পাপড়ি। তা গিয়ে পড়ছে রাস্তায়। তবে জীবনের মতোই রাজনীতির পথও ফুলে বিছানো হয় না। তাতে অনেক বাধা থাকে, থাকে হারজিতের গল্প। তাই তারকা হয়েও দেব ঘাটালে ঘাঁটি গেড়ে বসে আছেন। কোনোরকম ঝুঁকি নিচ্ছেন না। এই গরমে সারাদিন ধরে প্রচার করে যাচ্ছেন। মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করছেন।
সেলফি ও ছবির বন্যা
দেবকে দেখলেই মানুষ সমানে সেলফি ও ছবি তুলছেন। ভোটের প্রচার ছাড়া তো তারকাদের এত কাছাকাছি থেকে দেখতে পাওয়া যায় না। ফলে সেই ছবি ধরে রাখছেন ক্যামেরায়। এসব নিয়েই বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে গল্প করবেন তারা। দেব-দর্শনের কথা বলবেন।
সেলফি তুলছেন হিরণ
দেবের প্রতিদ্বন্দ্বী হিরণ নিজেই মানুষের মধ্যে গিয়ে সেলফি তুলছেন। তাতে খুশি তার অনুগামীরা। দেবের মতো শক্তিশালী ও জনপ্রিয় তারকার বিরুদ্ধে লড়তে নেমে হিরণ এলাকার মানুষকে বোঝাবার চেষ্টা করছেন, আমি তোমাদেরই লোক।
মানুষের কাছে গিয়ে
একেবারে সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছেন হিরণ। তাদের সঙ্গে কথা বলছেন। তাদের হাত ধরে ভোট দেয়ার অনুরোধ করছেন। তিনি চিরাচরিত জনসংযোগের উপর বেশি জোর দিচ্ছেন। তারকা প্রার্থীকে নিজেদের মধ্যে এভাবে পেয়ে মানুষও খুশি।
এক বৃদ্ধার সঙ্গে
হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন এক বৃদ্ধার কাছে। তার সঙ্গে ছবি তোলার পর্ব চললো। এখন নির্বাচনী প্রচারে সেলফি ও ছবি তোলার গুরুত্ব প্রচুর। প্রায় সকলের হাতে সেলফোন। সামনে তারকা পেলে ছবি তোলার সুয়োগ কেউ ছাড়ে নাকি। হিরণও তাই মানুষকে সেই সুযোগ করে দিচ্ছেন।
নিরাপত্তা নিয়ে
বিজেপি-র প্রার্থীর জন্য কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তার প্রচারে দেখা যাচ্ছে সেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের। তবে মানুষের কাছে আসার ক্ষেত্রে এই নিরাপত্তা বাধা হয়ে দাঁড়াচ্ছে না।
চায়ে চুমুক
ঘাটালে এখন প্রচণ্ড গরম। সেই গরমে প্রচার করতে হচ্ছে তারকাদের। তাই প্রচার চলার মধ্যে চায়ের কাপে চুমুক দিচ্ছেন হিরণ। চায়ে পে চর্চাও হচ্ছে। সারাদিনে অনেকখানি জায়গাজুড়ে প্রচার করছেন হিরণ। কথা বলছেন প্রচুর। তাই এক কাপ চায়ে গলা ভিজিয়ে নেয়া ও কিছুটা চাঙ্গা হওয়াটাও জরুরি।
ফুলে ফুলে
মানুষের কাছে ফুল নিয়ে হাজির হিরণ। তার হাত থেকে ফুল নিতে বলছেন তিনি মানুষকে। বিনিময়ে তিনি তাদের ভোট চাইছেন। শেষপর্যন্ত হিরণ না দেব কাকে মানুষ বেছে নেবেন সেটা পরে জানা যাবে, আপাতত মানুষের মন পেতে দুই তারকাই দিনভর চেষ্টা করে যাচ্ছেন। রাজনীতির দুনিয়ায়, ভোটের সময় মানুষই তো শেষ কথা বলবে। তাদের খুশি করার আপ্রাণ চেষ্টায় ব্যস্ত দুই তারকা।