গাজার নেটৎসারিম করিডোর থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার
৯ ফেব্রুয়ারি ২০২৫জঙ্গি গোষ্ঠি হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী রোববার ইসরায়েল গাজার নেটৎসারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে৷
নেটৎসারিম করিডোরটি ইসরায়েলের সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ৷ উত্তর গাজাকে দক্ষিণ থেকে বিভক্তকারী এই ভূমিখণ্ডটি ইসরায়েল সেনা মোতায়েনের জন্য ব্যবহার করত৷
করিডোরটিতে ইসরায়েলের সেনা মোতায়েনের ফলে গাজা সিটিসহ গাজার উত্তর অংশ ভূখণ্ডটির দক্ষিণ অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে৷
এই প্রত্যাহারের ফলে যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নের ইঙ্গিত দেয়, যদিও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না তা এখনও স্পষ্ট নয়৷
যুদ্ধ আবার শুরুর জন্য চাপে নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার অতি-ডানপন্থি রাজনৈতিক মিত্রদের কাছ থেকে যুদ্ধ আবার শুরু করার জন্য প্রচণ্ড চাপের সম্মুখীন হচ্ছেন৷ অন্যদিকে, হামাসের হাতে জিম্মি থাকা বাকিদেরও বাড়ি ফেরানোর জন্য যুদ্ধবিরতি অব্যাহত রাখার চাপ রয়েছে ইসরায়েলের নানা পক্ষ থেকে৷
ইসরায়েলি সরকার নেটৎসারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি৷ তবে প্রত্যাহারের আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন যে সেনাবাহিনী ‘রাজনৈতিক নির্দেশ অনুসারে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে৷'
বিধ্বস্ত উত্তর গাজায় ফিরছেন ফিলিস্তিনিরা
এদিকে নেটৎসারিম করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে বিজয় হিসেবে উদযাপন করেছে হামাস৷ জঙ্গি গোষ্ঠীটি করিডোর দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণে নিজস্ব পুলিশ বাহিনী মোতায়েন করেছে৷
জলের ট্যাংক এবং স্যুটকেসসহ জিনিসপত্র ভর্তি গাড়িগুলোকে করিডোর অতিক্রমকারী একটি রাস্তা দিয়ে উত্তর দিকে যেতে দেখা গেছে৷
যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে, এসব গাড়ি তল্লাশি ছাড়াই করিডোর পেরোতে দেওয়ার কথা ছিল ইসরায়েলের৷
ফিরে আসা ফিলিস্তিনিদের মধ্যে অনেকেই করিডোরে ধ্বংসস্তূপের দৃশ্য দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন৷ সংবাদ সংস্থা রয়টার্স তাদের কয়েকজনের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী যেখান থেকে সরে গিয়েছে, সেখানে মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছেন তারা৷
যুদ্ধের ফলে উত্তর গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তুপে পরিণত হওয়ায় উত্তর গাজার বাসিন্দাদের অনেকেই দক্ষিণে ফিরে গেছেন৷ কেউ কেউ তাদের বাড়িঘর যেখানে ছিল সেখানে তাঁবু স্থাপন করে বাস করা শুরু করেছেন৷
জেনিফার কামিনো গনজালেস/এডিকে