খেলোয়াড়দের ফিরিয়ে নিতে বিশেষ বিমান পাঠাচ্ছে শ্রীলংকা
৩ মার্চ ২০০৯শ্রীলংকা ক্রিকেট দলের প্রধান ডুলিপ মেন্ডিস খেলোয়াড়দের ফিরিয়ে আনতে বিশেষ বিমানে পাকিস্তান যাচ্ছেন বলে জানিয়েছে বার্তাসংস্থাগুলো৷ মঙ্গলবার মধ্য রাতের মধ্যেই সকল খেলোয়াড়কে শ্রীলংকায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে শ্রীলংকান কর্তৃপক্ষ৷
এদিকে, ক্রিকেটারদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে আইসিসিসহ বিভিন্ন দেশের ক্রিকেট সংস্থাগুলো৷ এই হামলার ফলে ২০১১ সালে বিশ্বকাপ আয়োজনে পাকিস্তানের অংশগ্রহণ বাতিল হবারও আশংকা করা হচ্ছে৷
পাকিস্তানে মঙ্গলবার মুখোশধারী সন্ত্রাসীরা শ্রীলংকান ক্রিকেট দলের গাড়ী বহরে হামলা চালিয়েছে৷ লাহোরে গাদ্দাফী স্টেডিয়ামের কাছে বন্দুকধারীদের এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৮ জন, আহত হয়েছেন শ্রীলংকা দলের ৭ সদস্য৷
নিহতদের মধ্যে ৬ জন পুলিশ এবং ২ জন পথচারী রয়েছে বলে জানিয়েছে একাধিক বার্তা সংস্থা৷ লাহোরের পুলিশ প্রধান হাবিবুর রহমান জানিয়েছেন, বন্দুকধারীরা রকেট লাঞ্চার, গ্রেনেড এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে শ্রীলংকার ক্রিকেট দলের গাড়ী বহরে হামলা চালায়৷ এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের অন্তত ২৫ মিনিট মুখোমুখি সংঘর্ষ হয়৷
অন্তত ১২ জন বন্দুকধারী এই হামলায় অংশ নেয় বলে জানিয়েছে একাধিক বার্তা সংস্থা৷ লাহোরের পুলিশ প্রধানের দাবি, বন্ধুকধারী সন্ত্রাসীরা উন্নত প্রশিক্ষনপ্রাপ্ত৷
নাম প্রকাশে অনিচ্ছুক হামলার শিকার শ্রীলংকা ক্রিকেট দলের এক সদস্য বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রথমে একটি বোমা বিস্ফোরণ ঘটে৷ এরপর গুলির শব্দ শোনা যায়৷ পরমুহুর্তেই গাড়ী লক্ষ্য করে রকেট লাঞ্চার থেকে গোলা ছোঁড়া হয়৷ কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেটা৷
এদিকে, এই হামলার কিছুক্ষন পরই পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকাপ্টারে করে শ্রীলংকার ক্রিকেট দলের খেলোয়াড়দের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে৷