খালেদা জিয়ার বিকল্প বাজেট
৮ জুন ২০১১খালেদা জিয়া বলেছেন, তার দল ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত এক বাংলাদেশের জন্য কাজ করছে৷ তিনি ভারতের সঙ্গে ট্রানজিট ও বাংলাদেশে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক জোনের বিরোধিতা করেছেন৷
এদিকে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে এই বাজেট প্রস্তাব দিলে ভাল করতেন৷ তাহলে অর্থমন্ত্রী তার কিছু প্রস্তাব গ্রহণ করতে পারতেন৷ তিনি বিরোধী নেত্রীকেকে সংসদে এসে বাজেট নিয়ে কখা বলার পরামর্শ দেন৷ প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে যখন অর্থনেতিক মন্দা চলছে তখন তার সরকার বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছে৷
অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, খালেদা কার স্বার্থে হোটেলে বসে বাজেট পেশ করেন সেটাই এখন বড় প্রশ্ন৷ তিনি একে জাতির সঙ্গে প্রতারণা বলে অভিহিত করেন৷ তিনিও খালেদা জিয়াকে সংসদে গিয়ে বাজেট নিয়ে কথা বলার আহ্বান জানান৷
সংসদে বাজেট পেশের একদিন আগে আজ বিকেলে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া বিকল্প বাজেট প্রস্তাবনা পেশ করলেন৷ রাজধানী ঢাকার একটি হোটেলে তিনি রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, দেশি-বিদেশি কুটনীতিক ও সুশীল সামাজের নাগরিকদের সামনে তার প্রস্তাবনা তুলে ধরেন৷
খালেদা জিয়া সরকারের আর্থিক এবং উন্নয়ন নীতির নানা দিকের সমালোচনা করে বলেন, দুর্নীতি এবং অদক্ষতার কারণে এডিপি বাস্তবায়নে সক্ষম হচ্ছেনা৷ মূদ্রাস্ফীতি বাড়ছে৷ বাড়ছে দারিদ্র্য৷ দেশি বিদেশি বিনিয়োগ কমছে৷ তিনি বলেন, ভারতকে ট্রানজিট দিয়ে দেশ ক্ষতিগ্রস্ত হবে৷ আর ছাতকে ভারতীয় বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক জোন দেশীয় শিল্পের ক্ষতি করবে৷
বিরোধী দলের নেতা বলেন, সরকার দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্পের ক্ষেত্রে অচলবস্থার সৃষ্টি করেছে৷ ধ্বংস করেছে শেয়ার বাজার৷ খালেদা জিয়া মনে করেন, এই পরিস্থিতিতে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবেনা৷
খালেদা জিয়া করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন৷ প্রস্তাব করছেন ভ্যাটের আওতা না বাড়াতে ৷ তিনি তৃণমূল পর্যায়ের বিনিয়োগকারীদের আর্থিক সহায়তা দেয়ার প্রস্তাব করছেন৷ বলেছেন বয়স্ক এবং বিধবা ভাতা বাড়াতে৷ তিনি বলেন গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, দুর্নীতিমুক্ত সমাজ অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত৷ তার দল সে লক্ষ্যেই কাজ করছে৷ তাদের স্বপ্ন ২০১৫ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করা৷
বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া তার দেড় ঘন্টার বক্তৃতায় অর্থনীতির প্রায় সব দিক নিয়েই কথা বলেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক