বিজ্ঞাপন
জলবায়ু পরিবর্তনের প্রভাবে লিবিয়ায় খরা বাড়ছে৷ তাই ফসল ফলানো কঠিন হয়ে উঠছে৷ এই অবস্থায় দেশটির এক কৃষক আবদুল্লাহ এলফান্দি অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে চাষ করে সফল হচ্ছেন৷ এলফান্দির খামারটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে অবস্থিত৷ খামারের পানি আসে একটি জলাধার থেকে, যা অনেক দক্ষতার সঙ্গে ব্যবহার করা হয়৷ মাছের ট্যাঙ্ক এবং ফসলের মধ্যে জল সঞ্চালন করা হয়৷