ক্ষতিপূরণে সেই ২০০০ টাকার নোট : সহমর্মিতা, প্রশ্ন এবং জবাব
ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩১ জন মারা গেছেন। তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছে মমতা সরকার৷ তবে ক্ষতিপূরণ পাওয়া ব্যক্তিরা টাকা ব্যাংকে জমা দিতে পেরেই খুশি৷ ছবিঘরে বিস্তারিত....
দুই হাজারের নোটে
মৃতের পরিবারকে তৃণমূল ক্ষতিপূরণ দেয়ার পরই প্রবল বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের কারণ, তৃণমূলের কাছ থেকে যারা ক্ষতিপূরণ পেয়েছেন, তারা অনেকেই দুই হাজারের নোটে পেয়েছেন। আর দুই হাজারের নোট কেন্দ্রীয় সরকার তুলে নেয়ার কথা জানিয়েছে। এই নোট ব্যাংকে গিয়ে জমা দিতে হচ্ছে। বেশি টাকা জমা দিলে পরে আয়করের প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা থাকছে।
কী অভিযোগ
বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, ''একসঙ্গে দুই হাজার টাকার নোটে দুই লক্ষ টাকা দেয়া হয়েছে। এই টাকার বান্ডিলের উৎস কী?'' তার প্রশ্ন, ''এটা কালো টাকা সাদা করার তৃণমূলী পদ্ধতি নয় কি?'' টুইটে তিনজন নারীর ছবি দিয়েছিলেন সুকান্ত। তাদের হাতে দুই হাজার টাকা দিয়ে যে ক্ষতিপূরণ দেয়া হয়েছিল তার ছবি ছিল।
সেই গ্রামে ডিডাব্লিউ
বাসন্তীর ছড়ানেখালি গ্রামে তিন ভাইয়ের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। তাদেরই ছবি দিয়েছিলেন সুকান্ত। ডিডাব্লিউ সেই গ্রামে গিয়ে তিন নারী অঞ্জিতা, রেখা ও বেস্পতি গায়েনের সঙ্গে কথা বলে। তারা জানিয়েছেন, তিনজনই দুই হাজার টাকা নোটে ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন।
অঞ্জিতার বক্তব্য
অঞ্জিতা জানিয়েছেন, ''টাকা ব্যাংকে জমা হয়েছে। প্রথমে ব্যাংক থেকে প্যান কার্ড চেয়েছিল। পরে আর কিছু বলেনি।''
রেখা যা বলেছেন
রেখা বলেছেন, টাকাটা ব্যাংকে জমা দিতে গেছে পরিবারের মানুষ। যতক্ষণ না ফিরছে, ততক্ষণ কিছু বলতে পারছেন না।
বেস্পতি খুশি
বেস্পতি গায়েন জানিয়েছেন, ''টাকা ব্যাংকে জমা দিতে কোনো অসুবিধা হয়নি। এই টাকা দিয়ে আমার ছোট বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে। এই টাকাটা আমাদের কাছে অনেকখানি অর্থ।''
মৃত ছেলের বাবার কথা
ট্রেন দুর্ঘটনায় ছেলে বিকাশকে হারিয়েছেন বাবা মিলন হালদার। তিনি ডিডাব্লিউকে বলেছেন, ''ব্যাংকে টাকা জমা দিতে কোনো অসুবিধা হয়নি।'' স্থানীয় বিডিও তার সঙ্গে দেখা করে গেছেন
তৃণমূলের বক্তব্য
তৃমমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই নিয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ''প্রতিটি টাকার হিসাব তাদের কাছে আছে। এতে কালো টাকা সাদা করার কোনো প্রশ্নই নেই। দুই হাজার টাকার নোট এখনো বৈধ। তাই কাউকে এই নোট দেয়া বেআইনি নয়। এটা কালো টাকাও নয়।'' তৃণমূল নেতাদের দাবি, দল আয়করে টাকার হিসাব দেয়। তাই এই প্রশ্ন ওঠা উচিত নয়।