ক্যাটরিনা নাকি বিয়ে করেছেন!
১১ নভেম্বর ২০০৯খবরের সত্যতা নিয়ে যদিও খোদ বিবাহ রেজিষ্ট্রি অফিসই সন্দেহ প্রকাশ করেছে৷
ছেলে বন্ধুর কোন নির্দিষ্ট নাম ক্যাটরিনার মুখ দিয়ে উচ্চারিত না হলেও ২৪ বছরের এই তরুণী কিন্তু বিয়ের পিড়িতে বসতে রাজিই ছিলেন৷ কখনো সালমান বা কখনো অন্য কোন হিরোর বাহুডোরে তাকে দেখা গেলেও সবাই তার বন্ধু এমনটাই মন্তব্য ছিল এই সুন্দরীর৷ কিছুদিন আগে এক সাক্ষাতকারে ক্যাটরিনা বলেছিলেন, বিয়েতে তার আপত্তি নেই৷ তবে ছেলে এখনো ঠিক হয়নি৷ সমাজের চোখে ‘সিঙ্গল' এই বলিউড নায়িকা সব পুরুষের হৃদয় ভেঙ্গে নাকি বিয়ে করে ফেলেছেন৷ তাও আবার ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একজন স্থানীয় সাংসদকে৷ নাম রামেশ মেন্দোলা৷
বিয়ে হয়েছে গেল বছর ডিসেম্বর মাসের ২ তারিখ৷ এই বিয়ের রেজিস্ট্রেশনের কাগজপত্র অনুমোদন করেছে ইন্দোরে মিউনিসিপাল কর্পোরেশন৷ অবশ্য ইন্দোরে মিউনিসিপাল কর্পোরেশন বলছে এটি পুরোপুরি একটি বানানো কাহিনী ৷ আর কর্পোরেশন কোন ধরণের বিয়ের কাগজও অনুমোদন করেনি৷ তাদের দাবি কেউ প্রথমে কর্পোরেশনের কাগজ ছাপিয়েছে এবং তারপর কোন বিশেষ সফ্টওয়্যারের মাধ্যমে ক্যাটরিনা এবং মেন্দোলাকে স্বামী-স্ত্রী দেখানো হয়েছে৷
বিষয়টি পুলিশের নজরে আনার জন্য কর্পোরেশন অভিযোগ পেশ করেছে৷ যেনো অপরাধী ধরা পড়ে৷ ক্যাটরিনার পক্ষ থেকে অবশ্য এব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি৷
প্রতিবেদক: ঝুমুর বারী
সম্পাদনা: আবদুস সাত্তার