কুয়েতকে হারিয়ে ফুটবলে সাফ চ্যাম্পিয়ন ভারত
৫ জুলাই ২০২৩সৌজন্য গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। তিনি টাইব্রেকারের সময় একটা গোল বাঁচান। আবার সাডেন ডেথে কুয়েতের ফুটবলারের শট বাঁচাতেই ভারত সাফ চ্যাম্পিয়ন হয়।
ভারত ও কুয়েতের ম্যাচ ছিল রীতিমতো উত্তেজনায় ভরা। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। তারপর অতিরিক্ত সময়ে কেউই গোল করতে পারেনি।
টাইব্রেকারের সময় প্রথমেই কুয়েতের শট আটকে দেন গুরপ্রীত। সুনীল, সন্দেশ, ছাঙতে, শুভাশিস বোস গোল করেন। কিন্তু উদান্তা সিংয়ের শট বারের উপর দিয়ে চলে যায়। সাডেন ডেথে মহেশ ভারতকে এগিয়ে দেন। আর কুয়েতের শট বাঁচিয়ে দেন গুরপ্রীত। ভারত জিতে যায়।
লেবাননের বিরুদ্ধেও সেমিফাইনালে টাইব্রেকারে জিতেছিল ভারত। কুয়েতের বিরুদ্ধেও এভাবেই জিতল। পরপর দুইটি ম্যাচে ভারতকে জেতালেন গুরপ্রীত।
সুনীল ছেত্রী এই প্রতিয়োগিতার সেরা ফুটবলার হয়েছেন। আর দুইটি ম্যাচে লালকার্ড দেখায় ভরতের কোচ স্তিমাচকে খেলাটা দেখতে হয়েছে গ্যালারিতে বসে।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)