কিয়েভসহ ‘অনেক শহরে’ ক্ষেপণাস্ত্র হামলা: প্রেসিডেন্টের কার্যালয়
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টিমোশঙ্কো জানিয়েছেন, কিয়েভসহ ‘অনেক শহরে’ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনা ঘটেছে৷
কিয়েভে বিস্ফোরণ
ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রে অবস্থিত শেভচেঙ্কিভস্কি এলাকায় সোমবার সকালে ‘বেশ কয়েকটি’ বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো৷ তিনি বলেন, এমন সব ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে যেগুলো ‘জরুরি অবকাঠামোর’ অন্তর্গত৷
অনেকদিন পর অশান্ত
ইউক্রেন যুদ্ধ শুরুর দিকে কিয়েভের কিছু অংশে হামলা হয়েছিল৷ এরপর পরিস্থিতি শান্ত ছিল৷ সেখানে সবশেষ হামলা হয়েছিল ২৬ জুন৷
হতাহত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনজুড়ে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে৷ পুলিশ জানিয়েছে, কিয়েভে হামলায় এখন পর্যন্ত পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন৷
অন্য শহরেও বিস্ফোরণ
কিয়েভ ছাড়াও লাভিভ, ট্যার্নোপিল ও দিনিপ্রো এলাকায়ও হামলা হয়েছে৷ পশ্চিমাঞ্চলীয় এলাকা লাভিভের গভর্নর ম্যাক্সিম কোজিতস্কি এক বিবৃতিতে বলেছেন, ‘‘লাভিভ এলাকার কয়েকটি জ্বালানি অবকাঠামোতে হামলা হয়েছে৷’’ ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহৃত হয়েছে৷
ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টিমোশঙ্কো বলেছেন, ‘‘ইউক্রেনে মিসাইল হামলা হচ্ছে৷ আমাদের দেশের অনেক শহরে হামলার তথ্য পাচ্ছি৷’’
শলৎস, মাক্রোঁর সঙ্গে কথা
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি হামলা নিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে কথা বলেছেন৷ এ বিষয়ে জি সেভেনের জরুরি বৈঠক হওয়া প্রয়োজন বলে একমত হয়েছেন শলৎস ও জেলেনস্কি৷
পুটিনের বক্তব্য
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন রোববার ক্রাইমিয়া ব্রিজে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন৷ একে সন্ত্রাসী হামলা বলেও আখ্যায়িত করেন তিনি৷