কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে পাকিস্তানের ড্রোন হামলা
৯ মে ২০২৫ডিডাব্লিউ বাংলার প্রতিনিধি স্যমন্তক ঘোষ রাজৌরি থেকে জানাচ্ছেন, ''রাত নয়টার পর একের পর এক ড্রোন উড়ে এলো। প্রায় শ'খানেক ড্রোন এলো। আর এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে একের পর এক ড্রোনকে আকাশেই নিস্ক্রিয় করলো। বৃহস্পতিবার জম্মুতে দেখেছি, শুক্রবার রাজৌরি-পুঞ্চে দেখলাম এই দৃশ্য।''
স্যমন্তক জানিয়েছেন, ''এর সামান্য পরে শুরু হলো গোলাবর্ষণ। প্রায় আধঘণ্টা ধরে চললো। তারপর গুলির লড়াই। রাত দশটার পর থেকে আবার শান্ত হলো চারপাশ।''
শুধু রাজৌরি নয়, ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীনগরেও ড্রোন নিস্ক্রিয় করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ''বিস্ফোরণের শব্দ পেলাম। সম্ভবত গোলাবর্ষণের শব্দ। আমি যেখানে আছি, সেখান থেকে স্পষ্ট শব্দ শুনলাম।'' আরেকটি পোস্টে ওমর বলেন, ''সকলে ঘরের ভিতরে থাকুন। কোনো গুজবে কান দেবেন না। কোনোরকম গুজব ছড়াবেন না।''
অমৃতসরেও একাধিক ড্রোন নিস্ক্রিয় করা হয়েছে। ফিরোজপুরের এসএসপির ভাষ্য অনুযায়ী, একটি ড্রোন আবাসিক এলাকার একটি বাড়িতে আছড়ে পড়ে তিনজন আহত হয়েছেন। একটি গাড়িতে আগুন ধরে যায়। রাজস্থানে জয়সলমির, বারমেরেও ড্রোন নিস্ক্রিয় করা হয়েছে।
হিমাচল প্রদেশের সোলান, গুজরাটের পাটনে ব্ল্যাক আউট ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিন সেনা প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।
জিএইচ/এসিবি(পিটিআই, এএনআই)