কারাভোগের প্রথম রাতেই হাসপাতালে থাকসিন সিনাওয়াত্রা
২৩ আগস্ট ২০২৩বুধবার কারাগারে প্রথম রাত কাটানোর সময়ই তার শরীর খারাপ হলে একটি পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেশটির ডিপার্টমেন্ট অব কারেকশনস-এর মহাপরিচালক আয়ুথ সিন্তোপান্ত বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, "কারা কর্তৃপক্ষ ডাক্তার এবং নার্সকে ডাকে, এবং তাদের পরামর্শ অনুযায়ী কারাবন্দির নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।"
সিন্তোপান্ত জানিয়েছেন, রাতে স্থানান্তরের সময় আট জন কারারক্ষী থাকসিনকে পাহারা দিচ্ছিলেন। রয়টার্সের তথ্যমতে, উচ্চ রক্তচাপের কারণে নির্ঘুম রাত কাটিয়েছেন সাবেক থাই প্রধানমন্ত্রী। কারা কর্তৃপক্ষও জানিয়েছে, থাকসিন হঠাৎই প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করছিলেন।
কারেকশনস ডিপার্টমেন্ট জানিয়েছে, ৭৪ বছর বয়সি থাকসিন হৃদযন্ত্র, ফুসফুস, মেরুদণ্ড এবং রক্তচাপের নানা সমস্যায় আগে থেকেই ভুগছিলেন।
১৫ বছরেরও বেশি স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পরপরই দুর্নীতির অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এডিকে/এসিবি (রয়টার্স, এএফপি)