কারখানার পুরনো যন্ত্রপাতি সংস্কার করে বিক্রির ব্যবসা
২৬ আগস্ট ২০২৫নতুন মেশিনের চেয়ে কম দামে এসব মেশিন পাওয়া যাওয়ায় এসবের চাহিদা দিন দিন বাড়ছে৷
উত্তর-পশ্চিম জার্মানিতে অবস্থিত একটি পারিবারিক কোম্পানি বিএমইউ৷ ৪০ বছরেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত কোম্পানিটির কিছু যন্ত্রপাতি পুরনো হয়ে গিয়েছিল৷ কিন্তু নতুন মেশিনের দাম অনেক হওয়ায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ক্লাউস-ডিটার ব্রিঙ্কমান পুরনো যন্ত্রগুলোকে নতুন প্রযুক্তিতে সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন- যাকে বলা হয় রেট্রোফিটিং৷
ব্রিঙ্কমান বলেন, ‘‘আমরা রেট্রোফিটিং করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এর বেশ কয়েকটি সুবিধা আছে৷ যেমন এর মাধ্যমে কাস্টম সলিউশনগুলো ইন্টিগ্রেট করা যায়৷ এছাড়া নতুন মেশিনের মতোই কম জ্বালানি দিয়ে পুরনো মেশিন চালানো যায়৷''
যন্ত্র প্রকৌশল শিল্পে অনেক বেশি কাঁচামাল প্রয়োজন হয়৷ ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং তামার মতো অনেক ধাতুর ব্যবহার হয়৷ এছাড়া উৎপাদন পর্যায়ে অনেক জ্বালানি এবং পানির দরকার হয়৷ ২০২৪ সালে জার্মানিতে মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৪৪ শতাংশ হয়েছে যন্ত্র প্রকৌশল শিল্পে৷ ২০৩০ সালের মধ্যে কাঁচামালের ব্যবহার এক-তৃতীয়াংশ কমাতে চায় সরকার৷
রেট্রোফিটিং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান জার্মানির ফ্রাউনহোফার ইনস্টিটিউটের রোমান ডুমিট্রেস্কু৷ তিনি পণ্য উন্নয়ন এবং ডিজিটাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন বিশেষজ্ঞ৷ তিনি বলেন, ‘‘বড় সুবিধা হলো আপনাকে একেবারে শুরু থেকে শুরু করতে হয় না, অর্থাৎ লৌহ আকরিক খনন দিয়ে শুরু করতে হয় না৷ কারণ, আপনি প্রক্রিয়াজাত হয়ে থাকা উপকরণগুলোই পুনরায় ব্যবহার করতে পারেন৷ ফলে বেশি কার্বন ডাই-অক্সাইড ছাড়তে হয় না, আর কাঁচামালের সরবরাহ নিয়েও ভাবতে হয় না৷ টেকসই এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ৷''
পুরনো যন্ত্রকে নতুন রূপ দেওয়া এখন বিশ্বব্যাপী এক ব্যবসা বলে জানান গিনডেম্যাক এর প্রধান নির্বাহী বেনেডিক্ট রুফ৷ তিনি বলেন, ‘‘আমরা মেশিনের বাজারমূল্য ঠিক করে সেগুলো বিক্রির জন্য বিশ্বব্যাপী বিজ্ঞাপন দেই৷ ক্রেতা পাওয়ার পর তা রপ্তানি করার ব্যবস্থা করি৷ পুরনো যন্ত্রপাতি বিক্রি এখন একটি কয়েক বিলিয়ন ডলারের শিল্প৷ অনেক মেশিন এশিয়ায় পাঠাতে হয়৷''
ইয়ুর্গেন স্নাইডার/জেডএইচ