কানের লাল গালিচায় তারকারা
কান চলচ্চিত্র উৎসব মানেই সারা বিশ্বের চলচ্চিত্র সংশ্লিষ্টদের মিলনমেলা৷ ৭৫ তম উৎসবের লাল গালিচায় হাজির হয়েছেন বিভিন্ন দেশের নামিদামি তারকার৷ ছবিঘরে দেখুন তাদের কয়েকজনকে...
এমিলিয়া শুলে
রাশিয়ান বংশোদ্ভুত জার্মান অভিনেত্রী এমিলিয়া শুলেকে দেখা যাচ্ছে ছবিতে৷ ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে ফরাসি চলচ্চিত্র ‘ফাইনাল কাট’ এর প্রদর্শনীতে হাজির হন তিনি৷
টালিয়া স্টর্ম
ব্রিটিশ সংগীতশিল্পী ও টেলিভিশন তারকা টালিয়া স্টর্ম হাজির হন এমন রঙিন পোশাকে৷
ফ্রিডেরিক বেল
সাদা পোশাকে লাল গালিচা আলোকিত করেন ফরাসি মডেল ফ্রেডেরিক বেল৷
ইভা লঙ্গোরিয়া
হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া এসেছিলেন জমকালো পোশাকে৷
দীপিকা পাড়ুকোন
বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন এবারের উৎসবের জুরি সদস্য৷ ঝলমলে শাড়িতে কান উজ্জ্বল করেন তিনি৷
উর্বশী রাউতেলা
বলিউডের আরেক অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা কানের লাল গালিচায় পা রাখেন সাদা গাউনে৷
লরি হারভে
অ্যামেরিকান মডেল ও ইন্টারনেট তারকা লরি হারভেকে দেখা যায় হলদে পোশাকে৷
জুলিয়ান মুর
হলিউড অভিনেত্রী জুলিয়ন মুরের উপস্থিতি সবার দৃষ্টি কাড়ে৷
পেট্রিসিয়া গ্লোরিয়া
মেক্সিকান অভিনেত্রী পেট্রিসিয়া গ্লোরি কন্টেরাস লাল গালিচায় ফটোসেশনে অংশ নেন৷
এফএস/কেএম (রয়টার্স)