কাতারের আমিরের সফরকে কেন এত গুরুত্ব দিচ্ছে ভারত?
কাতারের আমির শেখ তামিম বিল হামাদ আল-থানি ভারত সফরে এলেন। তার সফরকে অসম্ভব গুরুত্ব দিচ্ছে ভারত।
প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদী
সোমবার কাতারের আমিরকে দিল্লিতে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে এক্স-এ মোদী বলেছেন, ''আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকেস্বাগত জানাতে বিমানবন্দর গেছিলাম। ভারতে তার এই সফর সফল হোক এই কামনা করি। তার সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে আছি।''
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, ''ভারতের সঙ্গে কাতারের বহুমুখি সম্পর্ক আছে। কাতারের আমিরের এই সফরের ফলে সেই সম্পর্ক আরো গতি পাবে।'' ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর সোমবার রাতে কাতারের আমিরের সঙ্গে দেখা করেছেন।
কাতারে আট লাখ ৩০ হাজার ভারতীয়
কাতারে আট লাখ ৩০ হাজার ভারতীয় কর্মী কাজ করেন। তারা বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে। বিদেশি কর্মীদের নিরিখে ভারতীয়রাই এক নম্বরে আছেন। ফলে কাতার সেদিক থেকে ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কাতারও ভারতীয় কর্মীদের উপর অনেকটাই নির্ভরশীল। বিশেষ করে কাতারের নির্মাণশিল্প অনেকটাই ভারতীয় কর্মীদের উপর অনেকটাই নির্ভরশীল।
বিনিয়োগের দৃষ্টিতে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের আমিরের এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, এনার্জি ক্ষেত্র, প্রযুক্তি, সংস্কৃতি ও দুই দেশের মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক গুরুত্ব পাবে। কাতার দীর্ঘদিন ধরে ভারতকে সুবিধাজনক দামে এলএনজি দেয়। এটা ভারত-কাতার সম্পর্কের অন্যতম স্তম্ভ। এছাড়া ভারত কাতারের কাছ থেকে পরিকাঠামো, ও নবীকরণযোগ্য শক্তিক্ষেত্র-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ চায়।
ভূ-রাজনৈতিক গুরুত্ব
ভারত ও কাতার দুই দেশেরই ভূ-রাজনৈতিক অপরিসীম গুরুত্ব আছে। মধ্যপ্রাচ্যে কাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতের গুরুত্বও কাতার অস্বীকার করতে পারে না। সেই দিক থেকে কাতারের আমিরের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।