রমজান মাস উপলক্ষ্যে জমে ওঠে কলকাতার মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোর বাজার৷ এমন এলাকাগুলোর মধ্যে একবারে প্রথম সারিতে নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট৷ রমজানে সারা মাস এই পথ আক্ষরিক অর্থেই এক খাদ্যমেলায় রূপান্তরিত হয়৷ ‘মোহাব্বত কা শরবত’ দিয়ে শুরু করে কাবাব, হালিম হয়ে শাহি টুকরা দিয়ে মধুরেণ সমাপয়েৎ৷ জাতি, ধর্ম নির্বিশেষে সারা শহরের খাদ্যপ্রেমীরা রসনা তৃপ্তির টানে ভিড় জমান সেখানে৷