কলকাতায় প্রথম ফিলিস্তিনি ফুটবলার রশিদ খেলছেন ইস্টবেঙ্গলে
কলকাতায় বিভিন্ন দেশের ফুটবলার খেলেছেন। এই প্রথম কলকাতার ক্লাবে খেলবেন ফিলিস্তিনের ফুটবলার মহম্মদ রশিদ।
ইস্টবেঙ্গলে রশিদ
কলকাতার শতাব্দীপ্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে এসেছেন ফিলিস্তিনি ফুটবলার মহম্মদ রশিদ। গত ১৭ জুলাই মধ্যরাতে তিনি যখন কলকাতায় পৌঁছান, তখন সেখানে অপেক্ষা করছিলেন প্রচুর সমর্থক। এখন তিনি নেমে পড়েছেন ক্লাবের প্র্যাকটিসে।
কী বলেছেন রশিদ
কলকাতায় নেমে রশিদ বলেছেন, ''ইস্টবেঙ্গল পরিবারে যোগ দিতে পেরে আমি খুশি। আমি ক্লাবকে ট্রফি জিততে সাহায্য করতে চাই। কলকাতায় খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইস্টবেঙ্গল সমর্থকদের খুশি করতে চাই।''
খেলতে পারেন ডুরান্ডে
ইস্টবেঙ্গলের হয়ে ডুরান্ড কাপে খেলবেন রশিদ। ডুরান্ডে ইস্টবেঙ্গলের প্রথম খেলা ২৩ অগাস্ট। ইস্টবেঙ্গল সমর্থকরা রশিদের উপর অনেক ভরসা করছেন। গত কয়েকবছর ইস্টবেঙ্গলের ফলাফল ভালো হয়নি। এবার বিদেশিদের অনেক চিন্তাভাবনা করে সই করিয়েছেন কোচ অস্কার ব্রুজোন।
জাতীয় দলের ফুটবলার
রশিদ ফিলিস্তিনের জাতীয় দলে খেলেছেন। গত বছর দলকে এশিয়ান কাপে শেষ ১৬তে তোলার ক্ষেত্রে রশিদের অবদান যথেষ্ট। ইন্দোনেশিয়ায় সুপার লিগের দল পার্সেবায়া সুরাবায়া থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন তিনি। সম্ভবত তিনি রক্ষণাত্মক মিডফিল্ডার হিসাবে খেলবেন।
গোলও করতে পারেন
রশিদ পার্সেবায়ার হয়ে ৩৩ ম্যাচে ছয়টি গোলও করেছেন। ফলে তিনি শুধু রক্ষণে পটু তাই নয়, গোল করার ক্ষেত্রেও দক্ষ। গতবছর এই দুই জায়গাতেই বারবার আটকেছে ইস্টবেঙ্গল। তাই সমর্থকদের আশা, রশিদ তাদের পরিত্রাতা হয়ে উঠতে পারবে। অস্কার বলেছেন, রশিদ বিপক্ষের থেকে বল কাড়ার ক্ষেত্রে দক্ষ। কৌশলের দিক থেকেও এগিয়ে।
ইস্টবেঙ্গলে মিগুয়েলও
বাংলাদেশের ফুটবল দর্শকদের কাছে মিগুয়েল পরিচিত নাম। সেখানে বসুন্ধরা কিংস দলে অস্কার ব্রুজোনের কোচিংয়ে ব্রাজিলের মিগুয়েল খেলেছেন। অস্কারের খুবই পরিচিত ফুটবলার। অস্কার বলেছেন, 'অ্যাটাকিং থার্ডে মিগুয়েল হলেন গেম চেঞ্জার। খুব ভালো ফর্মে আছে। আশা করছি, সে দলের হয়ে গোল করতে পারবে।
আর্জেন্টিনায় ফুটবলার
আর্জেন্টিনার ফুটবলার কেভিন সিবিলকেও সই করিয়েছে ইস্টবেঙ্গল। সিবিল ডিফেন্ডার। রিভারপ্লেট একাডেমি থেকে উঠে এসেছেন। স্পেনের ক্লাব এসডি পনফেরাডিনা থেকে ইস্টবেঙ্গলে সই করেছেন। আর্জেন্টিনার ২৬ বছর বয়সি ফুটবলার দলের রক্ষণের স্তম্ভ হবেন বলে আশা ইস্টবেঙ্গলের সমর্থকদের।
তিন বিদেশি নিয়ে কোচের আশা
অস্কার জানিয়েছেন, তিন ফুটবলারই খুব ভালো ও দক্ষ। সিবিল রক্ষণে যেমন ভালো, তেমনই আক্রমণ তৈরি করতে পারেন। আর মিগুয়েল ম্যাচের ফল বদল করে দিতে পারেন। রশিদ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খুবই দক্ষ।