কলকাতায় ঈদে নাখোদা মসজিদ ও রেড রোডের নামাজ
চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে খুশির ঈদ উদযাপন করলো কলকাতা। নাখোদা মসজিদ ও রেড রোডের নামাজে প্রচুর মানুষ।
নাখোদা মসজিদের সামনে
সকাল সাড়ে ছয়টা। শুরু হলো চিৎপুরের নাখোদা মসজিদের সামনে ঈদের নামাজ। প্রচুর মানুষ সমবেত হয়েছিলেন কলকাতার নাখোদা মসজিদের সামনের নামাজে।
হাজার হাজার মানুষ
নাখোদা মসজিদের সামনের নামাজে ছিলেন অন্তত হাজার দশেক মানুষ। চারপাশে ছিল আনন্দের পরিবেশ।
নামাজের পর
নামাজের পর শুরু হয় অভিবাদন জানানোর পালা। সকলের মুখে হাসি। খুশির ঈদ, সম্প্রীতির ঈদের শরিক হলেন তারা।
রেড রোডের ছবি
কলকাতায় গড়ের মাঠের পাশে রেড রোডে সকাল নয়টা নাগাদ শুরু হলো ঈদের নামাজ। ভিড় ছিল চোখে পড়ার মতো।
এক অসাধারণ ছবি
কলকাতার এই প্রাণকেন্দ্রে নামাজ পড়ছেন এতজন মানুষ, প্রতিবারের মতো এবারও এই ছবি ছিল হৃদয়কে স্পর্শ করার মতো।
লাখো মানুষের নামাজ
কলকাতায় ঈদে নামাজ পড়ার এই আয়োজন করে কলকাতা খিলাফৎ কমিটি। প্রতি বছর এখানে লাখো মানুষ নামাজ পড়েন। এবারও তার অন্যথা হয়নি।
সম্প্রীতির কলকাতা
দুর্গাপুজোর কার্নিভালের সময় এই রেড রোড দিয়েই চলে দুর্গাপ্রতিমার বিসর্জনের শোভাযাত্রা। ঈদে এই রেড রোডেই পড়া হয় নামাজ। কলকাতায় এই সম্প্রীতির অসাধারণ ছবিটা প্রতিবারই নজর কাড়ে।
আনন্দ-ভ্রমণ
ঈদের নামজের কিছুক্ষণ পর দেখা যায় কলকাতার দ্রষ্টব্য স্থানগুলিতে মানুষের ভিড়। এভাবেই খুশির ঈদ কাটান তারা।
সুখাদ্যের আয়োজন
ঈদের দিনে সকাল থেকেই চলছে সুখাদ্য তৈরির প্রস্তুতি। নাখোদা মসজিদের কাছে জাকারিয়া স্ট্রিটে তেমনই একটি প্রস্তুতির ছবি।
রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যান। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী বলেন, “কেউ গোলমাল পাকাতে এলে মনে রাখবেন, দিদি আছে। কেউ কোনো প্ররোচণায় পা দেবেন না।” তিনি বলেন, “লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না। ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল।”
অভিষেকও ছিলেন
রেড রোডে মুখ্যমন্ত্রী সঙ্গে তার ভাইপো ও তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। তিনিও সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
সেলফি পর্ব
এখন সেলফি না তুললে কোনো উদযাপন সম্পূর্ণ হয় না। রেড রোডেও নামাজের পর চললো সেলফি পর্ব।