ওয়াহাব রিয়াজকে দলে চায় পাকিস্তান
১ জানুয়ারি ২০১২
অজ্ঞাত কারণে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলা গত দুইটি সিরিজে ওয়াহাব রিয়াজকে মাঠে নামায়নি পিসিবি৷ তবে পিসিবি’র মুখপাত্র নাদিম সারোয়ার এক বিবৃতিতে বলেছেন যে, রিয়াজকে দলে রাখার আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তার ব্যাপারে আইসিসি’র কাছ থেকে সকল তথ্য পেতে চায় তারা৷ ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের সময় পাতানো খেলার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এখনও ইংল্যান্ডের কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানি তিন ক্রিকেটার৷ সাবেক অধিনায়ক সালমান বাট আড়াই বছরের, ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ দেড় বছরের এবং পেসম্যান মোহাম্মদ আমির ছয় মাসের জন্য কারাভোগ করছেন আদালতের রায় অনুসারে৷
আসিফ এবং আমিরের অনুপস্থিতিতে ২০১১ সাল জুড়ে পাকিস্তানের বোলিং তালিকায় গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সি ওয়াহাব রিয়াজ৷ তবুও তিন প্রতিভাবান ক্রিকেটারকে হারানোর পর যেন তেমন কেলেঙ্কারির পুনরাবৃত্তি না হয়, সেজন্যই পিসিবি’র এমন সতর্কতা বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা৷ আইসিসি’র প্রধান নির্বাহী হারুন লরগাতও পিসিবি’র এমন উদ্যোগকে যথার্থ বলেই মনে করছেন৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম