ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার ছবিতে বিশ্বের নানা চ্যালেঞ্জ
ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় প্রতি বছর ফটোসাংবাদিকতায় বিশ্বের সেরা ছবিগুলোকে পুরস্কৃত করা হয়। এই ছবিঘরে এবারের কিছু বিজয়ী - এবং বছরের সেরা ছবি দেখে নিন।
নয় বছর বয়সি মাহমুদ আজজুর — পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশিয়া, সামার আবু এলৌফ, দ্য নিউ ইয়র্ক টাইমস
গাজার নয় বছর বয়সি মাহমুদ আজজুরের এই ছবিটি শীর্ষ পুরস্কার জিতেছে। গাজায় ইসরায়েলি আক্রমণের সময় একটি বিস্ফোরণে তার একটি হাত কেটে ফেলা হয় এবং অন্যটি বিকৃত হয়ে যায়। আজজুর তার পা ব্যবহার করে গেম খেলতে, লিখতে, দরজা খুলতে এবং তার ফোন ব্যবহার করতে শিখছে। জুরির মতে, "এই ফিলিস্তিনি ছেলেটির ছবিটি যুদ্ধের দীর্ঘমেয়াদী মূল্য, সহিংসতাকে স্থায়ী করে এমন নীরবতার কথা বলে।"
আমাজনে খরা — দক্ষিণ আমেরিকা, মুসুক নল্টে, প্যানোস পিকচার্স, বার্থা ফাউন্ডেশন
ব্রাজিলের একটি গ্রামে এক যুবক তার মায়ের খাবার আনতে শুকনো নদী পেরিয়ে দুই কিলোমিটার হেঁটে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে খরার কারণে আমাজন অববাহিকা জুড়ে কিছু এলাকায় নৌকা চলাচল অসম্ভব হয়ে পড়েছে। জুরিরা মনে করেন, এই ছবিতে জলবায়ু পরিবর্তন কীভাবে "প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত দুর্বল সম্প্রদায়গুলেকে" প্রভাবিত করে, তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। দুই ফাইনালিস্ট ছবির একটি এটি।
নাইট ক্রসিং — উত্তর ও মধ্য অ্যামেরিকা, জন মুর, গেটি ইমেজেস
এই ছবিটিও ফাইনালিস্ট ছিল। কোভিড-১৯ মহামারির পর অর্থনৈতিক দুরবস্থা এড়াতে চীন থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যাপক হারে বেড়ে যায়। এই ছবিতে মেক্সিকো-মার্কিন সীমান্তে চীনা অভিবাসীদের দেখা যাচ্ছে। ছবিতে পিতামাতা এবং সন্তানের আলিঙ্গন দেখানো হয়েছে। জুরির মতে, এই ছবি "ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা সম্পর্কে প্রশ্ন তুলে ধরে।"
সাংবিধানিক অধিকারবিহীন দেশে জীবন ও মৃত্যু — উত্তর ও মধ্য আমেরিকা, কার্লোস বারেরা, এল ফারো, এনপিআর
এই ছবিটি দীর্ঘমেয়াদী একটি প্রকল্পের অংশ হিসেবে এল সালভাদরের সান্তা টেকলাতে তোলা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ২০২২ সালে এল সালভাদরে জরুরি অবস্থা ঘোষণার দিন এক ব্যক্তিকে আটক করা হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে এল সালভাদরের নাগরিকদের অধিকার সীমিত হয়ে পড়ে। এটি গ্যাং সহিংসতা রোধ করার জন্য করা হয়েছিল। কিন্তু এর ফলে গণকারাদণ্ড দেয়া হয়। কার্লোস বারেরা জরুরি অবস্থায় ক্ষতিগ্রস্ত কিছু মানুষের ছবি তুলেছিলেন।
সমকামীদের প্রতি বৈষম্য — আফ্রিকা, টেমিলোলুয়া জনসন
নাইজেরিয়ার এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের সদস্যরা সমকামী বিয়ে (নিষেধাজ্ঞা) আইন এবং দণ্ডবিধির অধীনে বৈষম্যের শিকার হন। সমকামী সম্পর্ককে দেশটিতে অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবুও কেউ কেউ এখনো নিজেদের প্রকাশ করার উপায় খুঁজে বের করেন। যেমন, লাগোসের এই ভূগর্ভস্থ বলরুমে ২০২৪ সালের একটি ড্র্যাগ ইভেন্ট উদযাপনের দৃশ্য দেখা যাচ্ছে।
তামালে সাফালু — আফ্রিকা, মারিয়িন ফিডার
বডিবিল্ডার তামালে সাফালু উগান্ডার কাম্পালায় নিজের বাড়িতে অনুশীলন করেন। ২০২০ সালে পা হারানোর পর নানা শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি। দেশের প্রথম প্রতিবন্ধী ক্রীড়াবিদ হিসাবে তিনি অন্য বডিবিল্ডারদের বিরুদ্ধে প্রতিযোগিতা করেন। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, "আমি অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের নিজস্ব প্রতিভা চিনতে উৎসাহিত করতে চাই।"
থাই শহরে বানরের উন্মাদনা — এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ও ওশেনিয়া, চ্যালিনি থিরাসুপা, রয়টার্স
থাইল্যান্ডের লোপবুরিকে 'বানরের শহর' বলা হয়। লম্বা লেজওয়ালা ম্যাকাকরা সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ম্যাকাকের সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠছে। কিছু বাসিন্দা বাড়ি থেকে বের হওয়াও এড়িয়ে চলেছেন। ছবিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি লম্বা লেজওয়ালা ম্যাকাকদের জিনিসপত্র চুরি করা থেকে বিরত রাখতে তাদের দিকে অ্যালকোহল স্প্রে করছেন।
চারটি ঝড়, ১২ দিন — এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ও ওশেনিয়া, নোয়েল সেলিস, অ্যাসোসিয়েটেড প্রেস
২০২৪ সালের অক্টোবর এবং নভেম্বর মাসে পরপর চারটি ঘূর্ণিঝড় ফিলিপিন্সে আঘাত হানে। এর মধ্যে মধ্যে কয়েকটি টাইফুনে পরিণত হয়েছিল। ঝড়ের কারণে শত শত মানুষ মারা যান, সম্পত্তি ধ্বংস হয় এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েন। ২০১২ সাল থেকে ফিলিপিন্সে টাইফুনের পরিমাণ ২১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিছু গবেষণা অনুসারে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী চরম বৃষ্টিপাত এবং বন্যার তীব্রতা বেড়েছে।
বিয়ন্ড দ্য ট্রেঞ্চস — ইউরোপ, ফ্লোরিয়ান বাচমেয়ার
রুশ আগ্রাসনে পরিবারের সঙ্গে ইউক্রেনের বাড়ি থেকে পালিয়ে আসার পর থেকেই প্যানিক অ্যাটাকে ভোগে ছয় বছর বয়সি আনহেলিনা। জুরিরা এই ছবিটির সঙ্গে যৌথভাবে এক যুদ্ধাহত সৈনিকের সঙ্গে নির্বাচিত করায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যমে কর্মরত এক আলোকচিত্রীকে পুরস্কৃত করার জন্যও বিচারকেরা সমালোচনার মুখে পড়েছেন।
মারিয়া — ইউরোপ, মারিয়া আব্রাঞ্চেস
পর্তুগালের গৃহকর্মী আনা মারিয়া জেরেমিয়াসের জীবন কাহিনি অনুসরণ করে এই ছবিটি তোলা। তার গল্প অনেক নারীর সঙ্গেই মিলে যায়। নয় বছর বয়সে মারিয়াকে শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে অ্যাঙ্গোলা থেকে পর্তুগালে পাচার করা হয়। তাকে নতুন নাম এবং জন্ম তারিখ দিয়ে গৃহকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছিল। এক পর্যায়ে তিনি নিজেকে মুক্ত করতে সক্ষম হন। পর্তুগালের হাজার হাজার নারীর মতো এখনো তিনি গৃহকর্মী হিসেবে কাজ করেন।
বুলেট কোনো সীমানা মানে না— পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশিয়া, ইব্রাহিম আলিপুর
ফটোগ্রাফার ইব্রাহিম আলিপুর কুলিদের বিপজ্জনক কাজের ছবি ফুটিয়ে তুলেছেন। এই আন্তঃসীমান্ত পণ্য বহনকারীরা তুরস্ক এবং ইরাক থেকে ইরানের কুর্দি অঞ্চলগুলোতে গৃহস্থালীর যন্ত্রপাতি, মোবাইল ফোন এবং কাপড়ের মতো পণ্য নিজেদের পিঠে বহন করেন। ইরানের কুর্দি অঞ্চলে ব্যাপক দারিদ্র্য এবং এই ধরনের আমদানির উপর নিষেধাজ্ঞার কারণে, অনেকেই প্রয়োজনের তাড়নায় এই বিপজ্জনক কাজটি করেন।
জাইদে — দক্ষিণ আমেরিকা, সান্তিয়াগো মেসা
এই ছবির সিরিজটি কলম্বিয়ার যাযাবর আদিবাসী এম্বেরা ডোবিদা সম্প্রদায়ের কঠিন জীবনের উপর আলোকপাত করে। ছবিতে দেখা যাচ্ছে তিন নারী তাদের ১৬ বছর বয়সি বোনের কবরের পাশে দাঁড়িয়ে আছেন। তাদের বোন আত্মহত্যা করেছেন, আর তারা যাওয়া বোনের শাল পরে তাকে স্মরণ করছেন। দারিদ্র্যের কারণে গত কয়েক বছরে চোকোর বোজায়া সম্প্রদায়ে আত্মহত্যার প্রবণতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।