‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জেতা পাঁচ ছবি
বিশ্বে আলোকচিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কারের একটি ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’৷ ২০২৪ সালে প্রতিযোগিতার পিপলস চয়েস অ্যাওয়ার্ড বিভাগে মনোনীত শীর্ষ পাঁচ ছবি নিয়ে ছবিঘরটি সাজানো হয়েছে৷
সেরা ছবি
বিশ্বে আলোকচিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কারের একটি ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’৷ ২০২৪ সালে প্রতিযোগিতার পিপলস চয়েস অ্যাওয়ার্ড বিভাগে উপরের ছবিটি সেরা হিসেবে মনোনীত হয়েছে৷ ব্রিটিশ আলোকচিত্রী ইয়ান উড এটি তুলেছেন৷ ছবিতে এক ইউরেশীয় ব্যাজারকে দেয়ালে আঁকা ব্যাজারের গ্রাফিতির দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে৷ ইংল্যান্ডের সেন্ট লিওনার্ডস-অন-সি শহরের এক রাস্তায় ছবিটি তোলা হয়৷
কাটার আঘাতে জর্জরিত হানি ব্যাজার
হানি ব্যাজারের গায়ে অনেক কাটা বিঁধে আছে৷ সজারুতে কাবু করতে গিয়ে হানি ব্যাজারের এই অবস্থা হয়েছে৷ হানি ব্যাজার আকারে বড় না হলেও তারা ভয়ানক হিংস্র ও নির্ভীক৷ তাই আকারে তার প্রায় সমান হলেও হানি ব্যাজার ঐ সজারুকে শেষ পর্যন্ত কাবু করতে পেরেছিল বলে জানান এই ছবির কারিগর ডেভিড নর্থাল৷ ছবিটি বতসোয়ানায় তোলা৷
১০ রাতের চেষ্টার পর সাফল্য
ক্যানাডার ভ্যানকুভারের আলোকচিত্রী জেস ফাইন্ডলের এই ছবির নাম ‘এজ অফ নাইট’৷ ছবিতে পুরনো ও ভাঙা এক শস্যাগারে থাকা প্যাঁচাকে শিকারের উদ্দেশ্যে বের হতে দেখা যাচ্ছে৷ প্রায় ১০ রাতের চেষ্টার পর ছবিটি তুলতে সমর্থ হন জেস৷
যেন তুষারে লুকিয়ে আছে বেজি
কিছু কি দেখতে পাচ্ছেন? নিচে বাম দিকে তাকালে দুটি কালো চোখ ও একটি নাক দেখতে পাবেন৷ এটি আসলে একটি বেজি৷ বেলজিয়ামের ফটোগ্রাফার মিশেল ডুলট্রেম একে সনাক্ত করে ছবিটি তুলতে সক্ষম হন৷
চিলির লাভা ল্যাম্প
চিলির ফটোগ্রাফার ফ্রান্সিসকো নেগ্রোনিও চিলির ভিলইয়ারিকা আগ্নেয়গিরির কাছে মেঘ ও লাভার এই নিখুঁত মিলনের ছবি তুলতে ১০ রাত অপেক্ষায় কাটিয়েছেন৷