ওবামার অভিষেক উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা
২০ জানুয়ারি ২০০৯বিজ্ঞাপন
- হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলছে, যদিও কোন নির্ভরযোগ্য হুমকির খবর আমাদের কাছে নেই, তবুও রাসায়নিক অস্ত্র ব্যবহার করে কোন আক্রমণ হলেও তা প্রতিরোধে আমরা প্রস্তুত৷
- প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস পুরো নিরাপত্তা প্রস্তুতি দেখা-শোনা করছে৷ ২৫ বছরের নিরাপত্তা কাজে অভিজ্ঞ পরিচালক মার্ক সুলিভান বলেন যে, তাঁর জীবনে দেখা সবচেয়ে বড় ঘটনা হতে যাচ্ছে মঙ্গলবারের অভিষেক অনুষ্ঠানটি৷
- ৪,০০০ নগর পুলিশ এবং আরো ৯৬ টি আইন প্রয়োগকারী সংস্থা থেকে নেয়া ৪,০০০ সদস্য সারা দেশে নিরাপত্তা কাজে মোতায়েন করা হয়েছে৷ এছাড়াও সিক্রেট সার্ভিস, এফবিআই এবং ক্যাপিটল পুলিশও এ সময় দায়িত্ব পালন করছে৷
- প্রয়োজনে নিরাপত্তার কাজে অংশ গ্রহণের জন্য ৩২,০০০ সামরিক বাহিনীর সদস্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে৷
- এছাড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে রাজধানীর আকাশ সীমায় এবং নগরীর চারিদিকের নদী পথে নিরাপত্তা বেষ্টনী তৈরি, সেতুসমূহ এবং নগরীর চারিদিকে ব্যাপক এলাকা জুড়ে যানবাহন চলাচল সীমিত বা কোথাও কোথাও বন্ধ রাখা৷
- সিক্রেট সার্ভিস একটি সুরক্ষিত প্রেসিডেন্সিয়াল লিমুজিন এর ব্যবস্থা করেছে৷ ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে এ লিমুজিনটি ব্যবহার করবেন৷এটিকে কড়া নিরাপত্তা ও গোপনীয়তার সাথে তৈরি করা হয়েছে যা বোমা ও রাসায়নিক আক্রমণ প্রতিরোধী৷
- হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিল পর্যন্ত এলাকা জুড়ে ওবামার অভিষেক কুচকাওয়াজ প্রদর্শনে সমবেত হওয়া প্রায় আড়াই লাখ জনগণের প্রত্যেকেই কড়া নিরাপত্তা তল্লাশির আওতায় থাকবে৷
- কুজকাওয়াজ এলাকায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ছাড়াও বাইসাইকেল, প্রাণী, সবধরণের ব্যাগ, ছাতা ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার দিনটি ঠান্ডা ও মেঘাচ্ছন্ন থাকতে পারে৷
বিজ্ঞাপন