এশিয়ান গেমসে বাংলাদেশি যে অ্যাথলিটদের দিকে নজর দিতে পারেন
২৩ সেপ্টেম্বর ২০২৩তবে ইতিমধ্যে পুরুষ ফুটবলের প্রথম দুই ম্যাচে হেরে গেমস থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের৷
বৃহস্পতিবারভারতের কাছে ০-১ গোলে হেরে যায় বাংলাদেশ৷ ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক সুনীল ছেত্রী৷ এশিয়াডে অনূর্ধ্ব-২৩ দলের খেলা হলেও সিনিয়র কোটায় ভারতীয় দলে খেলছেন ১৪২টি আন্তর্জাতিক ম্যাচ আর ৯২ গোল করা ৩৯ বছর বয়সি এই তারকা৷
এর আগে মঙ্গলবার আত্মঘাতী গোল খেয়ে মিয়ানমারের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল৷ শেষ ম্যাচ চীনের বিপক্ষে খেলবে তারা৷ তবে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কাগজ-কলমে থাকলেও বাস্তবে নেই বললেই চলে৷
নারী ফুটবল
শুক্রবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশের নারী ফুটবল দল৷ সোমবার ভিয়েতনাম ও বৃহস্পতিবার নেপালের বিরুদ্ধে খেলতে নামবে তারা৷ দুটো ম্যাচই বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে৷
পুরুষ ক্রিকেট
এশিয়ান গেমসে ক্রিকেট চালু হয়েছিল ২০১০ সালে৷ ২০১৪ সালেও ক্রিকেট হয়েছে৷ দুবারই পদক জিতেছে বাংলাদেশ, যার মধ্যে আছে সোনাও৷ এশিয়াডে ক্রিকেটের কল্যাণেই বাংলাদেশ প্রথম সোনা জিতেছিল ২০১০ সালে৷ ২০১৮ সালের সবশেষ জাকার্তা এশিয়াডে ক্রিকেট না থাকায় বাংলাদেশ কোনো পদকই জিততে পারেনি৷
এবার আবার ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে৷ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ৷ ৪ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে৷
নারী ক্রিকেট
নারী ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ৷ শুক্রবার হংকংয়ের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে হতে পারেনি৷ কিন্তু গেমসের নিয়ম অনুযায়ী, বাছাইয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে চলে গেছে৷ সেখানে রোববার ভারতের মুখোমুখি হবে তারা৷ বাংলাদেশ সময় সকাল সাতটায় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে৷ ফাইনাল শুরু হবে সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টায়৷ অন্য সেমিফাইনালে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে৷
২৪০ জনের বাংলাদেশ দল
হাংজু এশিয়াডে ১৭টি খেলায় মোট ২৪০ জনের দল যাচ্ছে বাংলাদেশের, যার মধ্যে ১৮০ জন অ্যাথলেট, দলীয় খেলায় ১৫১ জন৷ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন৷
আরও যাদের দিকে নজর রাখতে হবে
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ক্রিকেট, শুটিং ও আর্চারিতে ভালো ফলাফলের প্রত্যাশা করছেন৷ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কয়েকজন অ্যাথলেটের ওপরও চোখ রাখার কথা বলেন তিনি৷ রেজা বলেন, ‘‘যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌস ও লন্ডনপ্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমানের কাছ থেকে সম্মানজনক ফল আসবে বলে আশা করতে পারি৷ এছাড়া গলফে সিদ্দিকুর, দাবায় নিয়াজ মোরশেদ যাচ্ছেন৷''
জেডএইচ/আরকেসি (প্রথম আলো)